ময়মনসিংহের সাংস্কৃতিক পরিমণ্ডল ঐতিহ্যসূত্রেই উজ্জ্বল। সুদূর অতীত থেকে বর্তমান অবধি বহু মানুষের ধ্যান-জ্ঞান-আরাধনায় এর দেহতম্ভ পরিপুষ্ট ও সুশোভিত হয়েছে। তাঁদের সৃজনকর্ম কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক সুখ্যাতিও অর্জন করে। ড. দীনেশ চন্দ্র সেনের উৎসাহ পেয়ে শিল্পানুরাগী চন্দ্র কুমার দে পূর্ব ময়মনসিংহের বিস্তৃত অঞ্চল ঘুরে পল্লীকবিদের রচিত গীতিকা সংগ্রহ করেছিলেন।
গীতিকাগুলো দীনেশ সেন কর্তৃক সংকলিত ও 'মৈমনসিংহ গীতিকা' নামে প্রকাশিত হলে দেশে- বিদেশে সমাদৃত হয়। সংস্কৃতির উর্বর ক্ষেত্ররূপে ময়মনসিংহের পরিচিতি জোটে। সুনামের সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে পরেও। লোকগীতি- লোকসংগীতে মুখর থাকে গ্রামগঞ্জ। স্থানে স্থানে আসর বসে বাউলগান- কবিগান, জারি-সারি-ভাটিয়ালি, মেয়েলী গীত, ঘাটুগান, বারমাস্যা গানের।
মজিবর রহমান
শহীদুল আলম লস্কর
Title :
ময়মনসিংহ জেলার প্রবীণ শিল্পীদের জীবনকথা (হার্ডকভার)