বাংলাদেশের ডিজিটাল রুপান্তর ও ডিজিটাল প্রযুক্তি বিকাশের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মোস্তাফা জব্বার। বিজয় কীবোর্ড ও সফটওয়্যার এবং বিজয় ডিজিটাল শিক্ষা সফটওয়্যার সমূহের মাধ্যমে ডিজিটাল যন্ত্রে বাংলা ভাষার ব্যবহার ও শিক্ষার ডিজিটাল রুপান্তরে কাজ করে তিনি বাংলা ভাষাভাষিদের কাছে ব্যাপকভাবে পরিচিত। তবে এইসব পরিচয়েই তিনি সীমিত নন। মোস্তাফা জব্বার একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা পুর্বকালে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করা ছাড়াও মুক্তিযুদ্ধের প্রথম ও একমাত্র গণনাট্য এক নদী রক্ত -এর নাট্যকার তিনি। ৬৯ সালে লেখালেখি শুরু করলেও ৭২ সাল থেকে তিনি সাংবাদিকতা করছেন । গণমাধ্যমের প্রতিবেদক, সম্পাদক, উপস্থাপক, আলোচক, ও কলাম লেখক হিসেবে এখনও অত্যন্ত সক্রিয় রয়েছেন মোস্তফা জব্বার। তিনি দুটি উপন্যাস, অনেকগুলো প্রবন্ধ ও কম্পিউটার বিষয়ক বইয়ের লেখক। হাওড়ের প্রবল প্রতিকূলতাকে জয় করে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্মান শিক্ষা গ্রহণকারি মোস্তাফা জব্বার নিজগ্রাম সহ দেশের বহু অঞ্চলে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই বইতে মোস্তাফা জব্বারের পুরোটা তুলে ধরা হয়েছে -এই দাবী করা যাবেনা। তবে এটি তাঁকে নিয়ে গবেষণার সূচনা মাত্র।
দেবব্রত মুখোপাধ্যায়
দেশের প্রথম সারির একটি দৈনিকের ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখােপাধ্যায় । পেশায় সাংবাদিকতা আর নেশা-মননে কিশাের সাহিত্য। সময় কাটে শীর্ষেন্দুর ভুতেদের সাথে কিংবা শার্লক হােমসের ২২১ বি বেকার স্ট্রিটে! ১৯৭৯ সালে বাগেরহাট জেলার সাংদিয়া গ্রামে। জন্ম প্রকৃতিলগ্ন পরিবেশে বেড়ে উঠেছেন । পড়াশােনা পদার্থ বিজ্ঞান, দর্শন ও সমাজবিজ্ঞানের মতাে ভিন্নমুখী বিষয়ে । বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানে চাকরির সুবাদে। দিনের পর দিন সুন্দরবনের গভীরে দিনাতিপাত করেছেন। প্রকৃতির সঙ্গে এবং দুষ্ট লােকেদের সঙ্গে মানুষের তীব্র লড়াই দেখেছেন। রাতের পর রাত যাত্রা অভিনয় করেছেন । বান্দরবান থেকে কুয়াকাটা, টেকনাফ থেকে জাফলং ঘুরে বেড়িয়েছেন জীবন আর প্রকৃতির সন্ধানে । বিচিত্র এবং বহুমুখী এই সব অভিজ্ঞতা থেকেই চেষ্টা করেছেন সাহিত্য উপাদান সংগ্রহের। হরিপদ টীম’ নামে শিশু-কিশােরদের বেশ প্রিয় একটা সিরিজের লেখক দেব্রত মুখােপাধ্যায়।