মুসলিম নারীর সংকট
এই শতাব্দীতে সবচেয়ে বেশি যে শ্লোগান শোনা যায়, তা হলো 'নারী স্বাধীনতার' শ্লোগান। নারী স্বাধীনতার নাম করে এক শ্রেণির প্রগতিশীলরা নারীদের ভোগ্য পণ্যে রূপান্তর করে রেখেছে। তারা আধুনিকতা, সভ্যতা, প্রগতির নামে নারীকে ইসলামের মমতাময়ী কোল থেকে কেড়ে নিতে চায়। কিন্তু বাস্তবে তারা তাকে কোথায় নিয়ে যেতে চায়, সেই ডাকে সাড়া দেওয়া নারীর গন্তব্য অবশেষে কোথায় হয়, সে-সংক্রান্ত আলোচনা সময়ের দাবী। বক্ষ্যমাণ গ্রন্থটি এই বিষয়েই রচিত। মূলত এতে শায়খ উমর সুলাইমান আশকার (রহ.)-এর বক্তৃতা-সংকলন ‘মুহাদারাতুন ইসলামিয়্যাতুন হাদিফাতুন’ গ্রন্থ থেকে একটি বক্তৃতার অনুবাদ মলাট-বদ্ধ হয়েছে। এতে লেখক বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়েছেন, কীভাবে একজন নারীকে তার স্বভাব-জাত বৈশিষ্ট্য থেকে বের করে পণ্যে রূপান্তর করার অপচেষ্টা চলছে। বই: মুসলিম নারীর সংকট