হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (১৮৬৩-১৯৪৩ খ্রিষ্টাব্দ) রহ-এর মুনাজাতে মাকবুল বইয়ের নাম শুনেননি, এ দেশে এমন মুসলিম পাঠক কমই আছেন। তার বেহেশতি যেওর কিতাবটির মতো এই কিতাবটিরও ভারতীয় উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়তা। দৈনন্দিন আমলের জন্য এই কিতাবে কুরআন ও হাদিসের আলোকে দু’শর বেশি দুআ সংকলন করা হয়েছে । বইটিতে দেশের সর্বস্তরের পাঠকদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে মূল আরবীর পাশাপাশি বাংলা উচ্চারণ ও অর্থও সন্নিবেশিত করা হয়েছে। ফলে আরবী জানা ও না জানা সবার কাছেই এটি সমানভাবে মূল্যায়িত হবে বলে আমাদের আশা।
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)