ভূমিকা মাইক্রোওয়েভ ওভেনের রেসিপি নিয়ে প্রথম যে বইটি লিখি তখন ভাবিনি বইটি পাঠকের কাছে এতটা ভালো লাগবে। বইটির দ্বিতীয় খণ্ডের জন্য প্রকাশকের তাগাদায় বুঝলাম অনেকের কাছেই সংকলনটি গ্রহণীয় হয়েছে। সে কারণেই আবার লিখতে হলো। এবারের সংকলনটির নাম দিয়েছি ‘মাল্টিপারপাস মাইক্রোওয়েভ ওভেনের আরো কিছু রেসিপি’। যারা ইতিমধ্যেই প্রথম খণ্ডটি সংগ্রহ করেছেন আশা করছি তাদের কাছে এ সংকলনটিও ভালো লাগবে। ইচ্ছে ছিল সংলনটিতে এবার মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহারবিধি নিয়ে বিস্তারিত তুলে ধরব। কিন্তু প্রকাশক প্রথম খণ্ডে তা যুক্ত করার পরামর্শ দিলে সেটিই যথোপযুক্ত বলে বিস্তারিত না দিয়ে ওভেনের খুঁটিনাটি কিছু বিষয় এতে সংযোজন করা হলো। আশা করছি ওভেন নিয়ে যাদের নানা বিড়ম্বনায় পড়তে হয় খুঁটিনাটির লেখাগুলো তাদের কাজে আসবে। আর নতুন নতুন রেসিপি তো রইলই। আশা করছি এবারের সংকলনটিও আগের সংকলনের পাঠকদের কাছে গ্রহণীয় হবে। -নার্গিস আজাদ
নার্গিস আজাদ
Title :
মাল্টিপারপাস মাইক্রোওয়েভ ওভেনের আরো কিছু রেসিপি