ফ্ল্যাপের কিছু কথাঃ মুক্তিযুদ্ধের বিশাল পটভূমিতে একখণ্ডে প্রকাশিত একশ পঁচিশ গল্পের এই একক সংকলনটি সম্ভবত এ বিষয়ে বাংলা সাহিত্যে সবচে বড় সংকলন্ বোদ্ধা সমাজে এমন সংকলনের চাহিদা দীর্ঘদিন। মুক্তিযুদ্ধের ওপর লেখা এপার এবং ওপার বাংলার খ্যাতনামা প্রায় সকল সাহিত্যিকের গল্প একত্র হয়েছে এতে। ১৯৭১ সালে বাংলার জনগণ যে সাহস আর শক্তি নিয়ে পৃথিবীর ঘৃণ্যতম বর্বর পশুশক্তির মেোকাবেলা করেছিল তদার বীরোচিত উপাখ্যান এ সংকলনের প্রতিটি গল্প। সত্যের চেয়ে সত্য এই সব উপাখ্যান। ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক যে কোনো সংগ্রহের ক্ষেত্রে মূল্যবান হিসেবে বিবেচিত হতে পারে প্রায় হাজার পৃষ্ঠার এ সংকলনটি।