ফ্ল্যাপের কিছু কথাঃ দেশ ও মানুষের নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ,সামাজিক অর্থনৈতিক ইস্যু নিয়ে প্রথম আলো বিভিন্ন সময় গোলটেবিল বৈঠক,মতবিনিময় সভার আয়োজন করে। এসব আলোচনায় সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞজনেরা অংশ নেন। তাঁরা গঠনমূলক বির্তক করেন, খোলামেলা কথা বলেন, গুরুত্বপূর্ণ মতামত দেন।ভ এ-গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভার আলোচনা প্রায় হুবহু ক্রোড়পত্র আকারে প্রকাশিত হয়। পত্রিকা প্রকাশের পাশাপাশি এসব কাজকে প্রথম আলো বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচনা করে।এতে জনসচেতনতা ও জনমত তৈরি হয়। এই জনমত রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রভাবিত করতে পারে, কার্যকর চাপ প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানে সহায়ক হতে পারে। ইতোমধ্যে প্রথম আলো নয় পেরিয়ে ১০ বছর পড়েছে। শুরু থেকেই পত্রিকাটি দৈনিক পত্রিকার সনাতন কর্মপরিসরের সীমা ভেঙ্গে বেরিয়ে আসতে চেয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে এ ধরনের নানা কাজে যুক্ত হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাগ্রহণের পর থেকে ২০০৮ সালের জানুয়ারি পর্যন্ত এই সরকারের নানা সিদ্ধান্ত ও কাজ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে প্রথম আলো আটটি গোলবৈঠক করেছে। নানা বিশিষ্টজন এতে অংশ নিয়েছেন। আলোচনার পরপরই বেরিয়েছে বিশেষ ক্রোড়পত্র। সেই আটটি ক্রোড়পত্র নিয়ে বেরুল এই বই।
সূচিপত্র * নির্বাচন ,গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ * দেশের পরিস্থিতি, জরুরি আইন ও করণীয় * বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের করণীয় * রাজনৈতিক ব্যবস্থার সংস্কার * নির্বাচন কমিশনের আশু করণীয় * দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ * রাজনীতি ,নির্বাচন ও দেশের ভবিষ্যৎ * ১১ জানুয়ারি: নির্বাচন ,গণতন্ত্র ও ভবিষ্যৎ বাংলাদেশ