মুক্ত বাতাসের খোঁজে (পেপারব্যাক) - আসিফ আদনান | বইবাজার.কম

মুক্ত বাতাসের খোঁজে (পেপারব্যাক)

    4.78 Ratings     9 Reviews

WISHLIST


Related Bundles


Bundle Title Price
1
টিনেজার্সদের জন্য সারপ্রাইজ প্যাক

৳ ৯১০



Overall Ratings (9)

Muhammad Mosharrof Hussain
22/04/2020

বই : মুক্ত বাতাসের খোঁজে সম্পাদক : আসিফ আদনান প্রকাশক : ইলমহাউস পাবলিকেশন যুগোপযোগী একটা বই পড়লাম৷ পর্ণ আসক্তি নিয়ে বইটি লিখা৷ পুরো বইটা দুই অংশে বিভক্ত। প্রথম অংশটা পর্ণ আসক্তির ফলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের উপর বিরুপ পভাব নিয়ে লেখা৷ পর্ণ কীভাবে সমাজটাকে ঘায়েল করেছে তার একটা বিস্তর আলোচনা। কীভাবে পর্ণ আমাদের অন্ত্রে তন্ত্রে মস্তিষ্কে প্রভাব ফেলে তা নিয়ে এবং এর ফলে কীভাবে একজন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় তার যৌক্তিক ব্যাখ্যা৷ প্রচুর রেফারেন্স দিয়ে তৈরি বইটা। দ্বিতীয় অংশটা খুবই গুরুত্বপূর্ণ।। খুবই প্রয়োজনীয়। দ্বিতীয় অংশটাকে সাজানো হয়েছে কীভাবে আপনি এর থেকে পরিত্রান পাবেন। যেভাবে একজন গভীর থেকে গভীরতরভাবে পর্ণে আসক্তি হয় ঠিক সেইভাবেই গভীর থেকে আরো গভীরে দিয়ে এর সমাধান দেওয়া হয়েছে। এবার একটু পরিসংখ্যানের দিকে তাকাই : সারাবিশ্বে প্রতি সেকেন্ডে ২৮২৫৮ জন পর্ণ দেখে৷ ১১০০০ হাজার কলেজ পড়ুয়া তরুনীদের উপর গবেষণা করে দেখা গেছে এর মধ্যে শতকরা ৫২ জন ১৪ বছরে পা দেওয়া আগেই একবার পর্ণ দেখে ফেলেছে৷ আমেরিকার সামরিক বাহিনীর ২০% পর্ণে আসক্ত। পর্ণসাইটগুলোর মধ্যে একটা জরিপ করে দেখা গেছে সারাবিশ্বে পর্ণ দেখার মধ্যে ইন্ডিয়া আছে চতুর্থ অবস্থানে৷ আর ইন্ডিয়ার নারীরা আছে ৩য় অবস্থানে৷ ২০১২ সালের এক গবেষণায়,বাংলাদেশের ৮২% শিক্ষার্থী সুযোগ পেলেই পর্ণ দেখে৷ এর মধ্যে ৬২% ক্লাসেই পর্ণ দেখে৷ পর্ণের কারনে যৌন নির্যাতনের শিকারের মধ্যে আমেরিকার পেন্টাগন প্রথম অবস্থানে। ২০১০ সালেই পেন্টাগনেই ১৯ হাজার যৌন নির্যাতনের ঘটনা ঘটে। যত বছর বাড়ছে এই নির্যাতনের তালিকা আরো দীর্ঘ হচ্ছে। ২০১৬ সালে এই সংখ্যাটা এসে দাড়ায় ৭০ হাজারে৷ এমন শত শত নির্যাতনের তালিকা রয়েছে বইটিতে৷ পর্ণের ঝুকির কথা না বললেই না : পর্ণ দেখে কেউ রোগাক্রান্ত হচ্ছে না এইটা ঠিক। কিন্তু পর্ণ দেখে মানুষ অদ্ভুত সব যৌন মিলনে অনুপ্রাণিত হচ্ছে৷ পর্ণ থেকেই মানুষ শিখছে অন্যাল সেক্স, ওরাল সেক্সের মতো নিকৃষ্ট যত যৌন মিলনের উপায়৷ এক গবেষণায় দেখা গেছে অন্যাল সেক্সের জন্য যৌন বাহিত রোগ হারপিস, গনোরিয়া,ক্ল্যামিডিয়া, সিফিলিসের মতো রোগের আশঙ্কা বাড়ছে ৭০%। ওরাল সেক্সের ফলে গলায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ছে ২৫০% বেশী৷ আমি মাত্র দুইটা তিনটা উদাহরণ তুলে ধরলাম৷ কিন্তু এই বইতে এমন শত শত উদাহরণ আছে যা শুনলে চোখ কপালে উঠে যায়৷ বইটিতে আরো আছে, পর্ণ দেখা যে উচিত এই নিয়ে যারা ভ্রান্ত গবেষণা চালিয়েছে। সেইসকল ভ্রান্ত গবেষণার যৌক্তিক খন্ডন৷ সব মিলিয়ে একটা মাস্টারক্লাস বই। আমাদের যুবসমাজের সবার বইটি পড়া উচিত৷ বই সব শ্রেনীর জন্য৷ হ্যাপি রিডিং


Opi
18/04/2020

কিশোর এবং যুব সমাজের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পর্ণগ্রাফি অনেকাংশেই দায়ী। সামাজিক ট্যাবুর কারণে এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ তেমন কিছু বলে না। মুক্ত বাতাসের খোঁজে পর্ণগ্রাফির ক্ষতিকর প্রভাব নিয়ে লেখা একটি অসাধারণ বই। এমন একটি বিষয় নিয়ে লেখার জন্য লেখককে সাধুবাদ জানাই। কিশোর, যুবক এবং অভিভাবকদের এই বইটি পড়া উচিত। সামাজিক অবক্ষয়ের এই সময়ে বইটি সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।


Al amin
01/04/2020

যৌবনের শুরুতেই কমবেশি সবাই হস্তমৈথুন করে এটা স্বাভাবিক কিন্তু হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যাওয়া জীবন, যৌবনের জন্য ক্ষতিকর ৷ হস্তমৈথুন, পর্নোগ্রাফিতে আসক্তি তরুণ তরুণীদের জন্য আসলেই ক্ষতিকর ৷ এর প্রমান রেফারেন্স সহকারে বইয়ে দেয়া হয়েছে ৷ মাত্রারিক্ত হস্তমৈথুন করে স্বাস্থের বারোটা বাজিয়েছে এমন কয়েকজনের কথাও বইতে এসেছে ৷ পর্নোগ্রাফিতে যা দেখানো হয় তার সবকিছুই অতিরঞ্জিত ৷ বাস্তবে আমরা এমন আকর্ষনীয় ফিগারের জীবনসঙ্গী পাবোনা ৷ অনেকে পর্ন তারকাদের সাথে নিজের জীবনসঙ্গীকে কল্পনা করে শেষমেশ হতাশায় ভোগে ৷  পর্নোগ্রাফি, হস্তমৈথুন এর ক্ষতিকর দিক, কিভাবে এসব থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে ইত্যাদি নানাদিক বইটাতে আলোকপাত করা হয়েছে ৷ বইটা সবার একবার পড়া উচিত, বিশেষ করে টিনএজারদের অবশ্যই বইটা পড়া উচিত ৷


Md.Al-Imran Hemel
31/03/2020

আর কতকাল পথ ভুল করে রাস্তায় হেঁটে বেড়াবে উদ্ভ্রান্তের মতো? আর কতকাল? তারচেয়ে বরং এসো খোলা জানালায়। এক ঝলক ঠান্ডা বাতাস এসে শীতল পরশ বুলিয়ে দেবে তোমার স্নিগ্ধ মুখটাতে। বাইরে চেয়ে দেখো ঝকঝকে রোদে ভেসে যাচ্ছে চারদিক, উঠোনকোণের পেয়ারা গাছটার পাতার আড়ালে মিষ্টি সুরে গান গেয়ে যাচ্ছে বুলবুলি, দূরের ঐ নীল আকাশে ডানা মেলেছে সোনালি ডানার চিল,হাতছানি দিয়ে ডাকছে তোমায়, যেন তুমি বেরিয়ে পড়ো মুক্ত বাতাসের খোঁজে.....


Salim
30/03/2020

"মুক্ত বাতাসের খোঁজে" হচ্ছে বদ্ধ ঘরে ঘুটঘুটে অমানিশার মাঝে এক বিন্দু আলোর ফুলকি। আমাদের শৈশব–কৈশোর ছিল মুক্ত আকাশে উড়েচলা দূরন্ত চিলের ন্যায়, বন্ধুদের সাথে দলবেঁধে স্কুল যাওয়া, ছুটির ঘন্টা শুনার জন্য কানপেতে অপেক্ষা স্কুল ছুটির পর ঘাসফড়িং এর পিছু পিছু ছুটে চলা, দৌড়ে এসে পুকুরে ঝাঁপ দেওয়া, পাড়ার লোকেদের বরই গাছে ঠিল দিয়ে ভৌ দৌড় দেয়ার, সবাই মিলে মাছ শিকার যে কি আনন্দ ছিলো তা আজ আমাদের কনিষ্ঠদের কাছে গল্পের মতো কারন আজ আমাদের সমাজের শিশু কিশোররা আজ এক ভয়ংকর মহামারীতে আক্রান্ত, স্মার্টফোন এবং ইন্টারনেটর কল্যানে আজ এই মহামারী ভয়াবহ রুপ ধারন করেছে। পর্ন জগতের নীল দানবের বিষাক্ত চোবলে আজ আমাদের সমাজে বিষক্রিয়া শুরু হয়েছে যেই বিষক্রিয়ার ফল সরূপ ধর্ষন, মাদকাসক্তি, ইপ্টিজিং, মানবপ্রচার বেড়েই চলছে দিনের পর দিন। ব্যক্তি জীবনেও পড়ছে ব্যপক প্রভাব সংসারে অশান্তি, পরক্রিয়া, ডিভোর্স সহ নানা অশান্তি। আমাদের সমাজকে এই বিষাক্ত দানবের হাত থেকে উদ্ধার করতে না পারলে তা রূপ নিবে ভয়াবহ রূপে। আসুন আমরা নিজে সতর্ক হই, আমাদের পরিবার কে সতর্ক করি, এবং এর ক্ষতিকর দিকগুলো সমাজে তুলে ধরি,,,,,,,,,,


Sohag
29/03/2020

মুক্ত বাতাসের খোঁজে (পর্নোগ্রাফির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা মুলক বই) আর কতকাল পথ ভুল করে রাস্তায় হেঁটে বেড়াবে উদ্ভ্রান্তের মতো?আর কতকাল?তারচেয়ে বরং এসো খোলা জানালায়।এক ঝলক ঠান্ডা বাতাস এসে শীতল পরশ বুলিয়ে দেবে তোমার স্নিগ্ধ মুখটাতে।বাইরে চেয়ে দেখো হাতছানি দিয়ে ডাকছে তোমায়, যেন তুমি বেরিয়ে পড়োমুক্ত বাতাসের খোঁজে. ঠিক এমন চিন্তা হবে আপনার।


Hafsa
09/07/2019

আর কতকাল পথ ভুল করে রাস্তায় হেঁটে বেড়াবে উদ্ভ্রান্তের মতো? আর কতকাল? তারচেয়ে বরং এসো খোলা জানালায়। এক ঝলক ঠান্ডা বাতাস এসে শীতল পরশ বুলিয়ে দেবে তোমার স্নিগ্ধ মুখটাতে। বাইরে চেয়ে দেখো ঝকঝকে রোদে ভেসে যাচ্ছে চারদিক, উঠোনকোণের পেয়ারা গাছটার পাতার আড়ালে মিষ্টি সুরে গান গেয়ে যাচ্ছে বুলবুলি, দূরের ঐ নীল আকাশে ডানা মেলেছে সোনালি ডানার চিল,হাতছানি দিয়ে ডাকছে তোমায়, যেন তুমি বেরিয়ে পড়ো মুক্ত বাতাসের খোঁজে.....


Ahmed
09/07/2019

আর কতকাল পথ ভুল করে রাস্তায় হেঁটে বেড়াবে উদ্ভ্রান্তের মতো? আর কতকাল? তারচেয়ে বরং এসো খোলা জানালায়। এক ঝলক ঠান্ডা বাতাস এসে শীতল পরশ বুলিয়ে দেবে তোমার স্নিগ্ধ মুখটাতে। বাইরে চেয়ে দেখো ঝকঝকে রোদে ভেসে যাচ্ছে চারদিক, উঠোনকোণের পেয়ারা গাছটার পাতার আড়ালে মিষ্টি সুরে গান গেয়ে যাচ্ছে বুলবুলি, দূরের ঐ নীল আকাশে ডানা মেলেছে সোনালি ডানার চিল,হাতছানি দিয়ে ডাকছে তোমায়, যেন তুমি বেরিয়ে পড়ো মুক্ত বাতাসের খোঁজে.....


ইসরাত জাহান জলি
27/12/2018

অসাধারন একটি বই । সংগ্রহে রাখার মতন।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com