আল্লাহ তা’আলা বলেন : “তোমরা সকলে আল্লাহ তা’আলার রজ্জুকে আঁকড়ে ধর এবং দলে দলে ভাগ হয়ে যেও না।” (সূরা আল এমরান : ১০৩)
এই ছোট মুক্তিপ্রাপ্ত দলের পথ নির্দেশিকার বইটিতে ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে । এই মুক্তিপ্রাপ্ত দলের পথ নির্দেশিকা বইয়ের মাধ্যমে মুসলমানদের খালেছ একত্ববাদের দিকে এবং শিক হতে বিরত থাকার জন্য ডাকা হচ্ছে, বেশির ভাগ মুসলিম দেশে যার প্রকাশ পরিলক্ষিত হচ্ছে। এর কারণেই পূর্বের যামানার লোকেরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তা বর্তমান যামানার মানুষের দুর্ভাগ্যের কারণ। বিশেষ করে মুসলিম বিশ্বের জনগণ আজ যে কষ্ট-মুসিবত, দুর্ভাগ্য, যুদ্ধ, ফেতনা ভোগ করছে তার মূল কারণই হচ্ছে শির্ক । এই মুক্তিপ্রাপ্ত দলের পথ নির্দেশিকা বইটিতে সাথে সাথে বলা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের আকীদা ও ঈমান এবং সাহায্যপ্রাপ্ত দলের রাস্তা-যাতে আমরা ঐ রাস্তায় চলে জয়যুক্ত ও কামিয়াব হতে পারি। আল্লাহ তা’আলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এ নাযাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করেন।