লিখে রাখ।
আমি একজন আরব
এবং আমার আইডেন্টিটি কার্ডের নম্বর পঞ্চাশ হাজার।
আমার আটটি সন্তান আছে
এবং নবমটি আসবে পরের গ্রীষ্মে
এতে রাগ করার কী আছে?
লিখে রাখ।
আমি একজন আরব একটি খনিতে বন্ধুদের সঙ্গে-
কঠোর পরিশ্রমের কাজ করি।
আটটি বাচ্চা আমার তাদের পেটে তো দানাপানি দিতে হয়