ফ্ল্যাপের কিছু কথাঃ একাত্তরে বাংলাদেশের জলসীমায় পরিচালিত নৌ-কমাণ্ডো অভিযান আমাদের মহান মুক্তিযুদ্ধের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। কিন্তু মুক্তিযুদ্ধের এ যাবতকালের লিখিত ইতিহাস গ্রন্থগুলোতে এই অধ্যায়টি প্রায় অনাদৃত। মুক্তিযুদ্ধের ওপর প্রচুর বই লেকা হেলও কোথাও পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়নি দুর্ধর্ষ নৌ-কমাণ্ডারদের লোমহর্ষক অভিযান আর মরণপণ লড়াইয়ের গৌরবগাঁথা। এ-বিষয়ে অনুসন্ধিৎসু লেখক হুমায়ন হাসানের গবেষনাধর্মী ইতিহাস গ্রন্থ মুক্তিযুদ্ধের জলসীমায় প্রথম প্রকাশ থেকে ব্যাপক সাড়া জাগায়। মুক্তিযুদ্ধে দশ নম্বর সেক্টরের কর্মকাণ্ড নিয়ে পাঠকমহলে সৃষ্টি হয় দারুণ কৌতূহল। পেশায় কৃতি সাংবাদিক হুমায়ন হাসান কার্যত একজন লেখক। সাহিত্যের সকল শাখাতেই রয়েছে তার স্বচ্ছন্দ বিচরণ। একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক ও কলামিস্ট। নৌ-কমাণ্ড অভিযানের মতো গৌরবময় অথচ উপেক্ষিত বিষয়কে নিজস্ব ভাষায় স্বকীয় রচনাশৈলীর মাধ্যমে এমনভাবে উপস্থাপন করেছেন যা ঘটনা পরম্পরায় জীবন্ত ও কৌতূহল উদ্দীপক হয়ে উঠেছে।
রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে যেখানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও চলছে নানামুখী বিতর্ক সেখানে এই লেখক রাজনৈতিক বলয়ের বাইরে থেকে নিরপেক্ষভাবে সন্বিবেশিত করেছেন নৌ-কমাণ্ডোদের অজানা তথ্য। দশ নম্বর সেক্টরের প্রায় সামগ্রিক তৎপরতা নিয়ে লিখিত অসামান্য গ্রন্থ মুক্তিযুদ্ধের জলসীমায় সবারই সংগ্রহে থাকা দরকার।