কৃতী অর্থনীতিবিদও নিষ্ঠাবানসমাজ-গবেষক ড. আতিউর রহমান মুক্তিযুদ্ধের সামাজিক-অর্থনৈতি-রাজনৈতিক বাস্তবতাকে করেছেন তীক্ষ্ণধী বিশ্লেষণের উপজীব্য। ঔপনিবেশিক প্রভাতপুষ্ট অভিজন বা এলিট ভাবনানির্ভর ইতিহাস-চর্চার বিপরীতে বাঙালির মহত্তম সংগ্রামের এ-এক জনকৌণিক উপস্থাপন। সাধারণ মানুষের অবস্থান থেকে জনতার গৌরবের পুনরুত্থান তিনি ঘটিয়েছেন মুক্তিযুদ্ধেরমননশীল তথ্যনির্ভর বিশ্লেষণে। যে স্বপ্ন নিয়ে বাংলার সর্বস্তরের মানুষ ঝঁাপ দিয়েছিল মুক্তির লড়াইয়ে সেই স্বপ্নের রূপবিচার ও স্বপ্নের কারিগরদের পরিচয় অনুসন্ধানে তিনি ব্রতী হয়েছেন এখানে। সেই সুবাদে বিশ্লেষণ করেছেন মুক্তিযুদ্রেল প্রধান কুশীলবদের জনসম্পৃক্ত ভূমিকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ ও আবু সাঈদ চৌধুরীর ব্যক্তিত্ব ওচিন্তাজগৱ হয়েছে তৎার অনুসন্ধানী দৃষ্টিসম্পাতের বিষয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এমনি গভীরতাশ্রয়ী বিশ্লেষণমূলক গবেষণা গ্রন্থ ইতিপূর্বে রচিত হয় নি। মুক্তিযুদ্ধ নতুনভাবে উদ্ভাসিত ও মহিমান্বিত হয়ে উঠেছে আবেগবর্জিত নির্মোহ বিজ্ঞাননিষ্ঠ এইসব রচনায় । মননশীলতা ও পরিশ্রমের পরিচয়বাহী অবিনাশী স্বপ্নের কথকতা আতিউর রহমানের এই অনন্য গ্রন্থ।
আতিউর রহমান
অধ্যাপক ড. আতিউর রহমান বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ। প্রচলিত ধারার বাইরের এক উন্নয়ন গবেষক। কর্মজীবীর। স্বাপ্নিক এই পরিশ্রমী লেখক যা বিশ্বাস করেন তাই অপকটে প্রকাশও করেন। সর্বক্ষণ সাধারণ মানুষের চোখ দিয়ে দেখবার চেষ্টা করেন বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রাকে। প্রচলিত উন্নয়ন ভাবনাকে চ্যালেঞ্জ করে তিনি সাধারণ মানুষের চোখ দিয়ে দেখে চলেছেন দেশের অর্থনীতি, সমাজনীতি ও রাজনীতিকে। বহুমাত্রিক বিষয় হিসেবে উন্নয়নকে বাংলা ভাষায় সহজ করে উপস্থাপনের কৃতিত্ব তাঁকে দিতেই হবে। গরিবের প্রতি তাঁর পক্ষপাতিত্বের কথা সকলেরই জানা। সব লেখাতেই তিনি তা তুলে ধরেন তাঁর হৃদয় দিয়ে। ১৯৮৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি প্রাপ্ত ড. আতিউর রহমান স্বদেশেই রয়ে গেছেন। সর্বক্ষণ ব্যস্ত রয়েছেন ব্যতিক্রমী গবেষণায়, গণমাধ্যমে, জনবিতর্কে, সাধারণের ভাষায় লেখালেখিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রহমান বর্তমানে গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের সভাপতি। একই সঙ্গে তিনি সিডিএফ-এর সভাপতি, মোনাজাতউদ্দীন স্মৃতি পরিষদের সভাপতি এবং বিশ্বসাহিত্য-কেন্দ্রের অন্যতম ট্রাস্টি। জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের তিনি সাবেক চেয়ারম্যান। বিআইডিএস-এর একজন সাবেক উর্ধ্বতন গবেষক ড. রহমানের অসংখ্য বই প্রকাশিত হয়েছে দেশের ও বিদেশের নামকরা প্রকাশনা সংস্থা থেকে। তাঁর লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ভাষা আন্দোলন আর্থ-সামাজিক পটভূমি মুক্তিযুদ্ধের তিনটি বই মুক্তিযুদ্ধের স্বপ্ন মুক্তিযুদ্ধের মানুষ অসহযোগের দিনগুলি রবীন্দ্র-অমর্ত্য ভাবনা উন্নয়ন আলাপ জনগণের বাজেট আলো আঁধারের বাংলাদেশ সুশাসনের সন্ধানে অধিকারভিত্তিক উন্নয়ন উন্নয়ন কার জন্য অপউন্নয়ন স্বপ্নের বাংলাদেশ খুঁজে ফেরা Peasants and classes Education for Development’ ইত্যাদি। দেশি ও বিদেশি প্রফেশনাল জার্নালে তাঁর বিপুল সংখ্যক গবেষণা-প্রবন্ধ ছাপা হয়েছে। সব মিলে তিরিশটিরও বেশি বইয়ের লেখক ড. রহমান।
Title :
মুক্তিযুদ্ধের মানুষ : মুক্তিযুদ্ধের স্বপ্ন