শতাধিক বইয়ের রচয়িতা মোজাম্মেল হক নিয়োগীর লেখার বিষয়আশয় বহুমাত্রিক। জীবনবোধ, লোকজ সংস্কৃতি, রাজনীতি, মুক্তিযুদ্ধ, ভাষাআন্দোলন, বাস্তবতা, পরাবাস্তবতা, জাদুবাস্তবতা ও বিজ্ঞান কল্পকাহিনি তাঁর লেখার বিষয়। জীবনকে তিনি উপলব্ধি করেন গভীর থেকে, চিত্রিত করেন সমাজের নিগূঢ় সত্য। গ্রামীণ ও শহুরে জীবনের প্রেক্ষাপট নির্মাণে সিদ্ধহস্ত। উপন্যাসের প্রেক্ষাপট নির্বাচন ও নির্মাণেও রয়েছে ভিন্নতা। এখন পর্যন্ত (মার্চ ২০২৩) প্রকাশিত উপন্যাস : ১৮টি (একটি ট্রিলজিসহ); প্রবন্ধ (গবেষণা) : ১টি; গল্পগ্রন্থ : ৫টি। কিশোর-কিশোরী উপন্যাস : ১৬টি; শিশুতোষ গল্প : ৮০টি; ছড়াগ্রন্থ : ৪টি; কাব্যগ্রন্থ : ৪টি; প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক (একাডেমিক) : ৭টি। একটি টিভি নাটক ও ১৫টি গান। দুটি শর্ট ফিল্মের নির্মাতা। একাডেমিক বইয়ের মধ্যে দুটি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। কয়েকটি অনুবাদ ও ইংরেজি ভাষায় লেখা গ্রন্থ।