মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামের রাজনৈতিক ভূখণ্ডের অভ্যূদয়। বাংলাদেশকে বুঝতে, তার ভবিষ্যেক নির্মাণ করতে তাই মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা মাত্রাকে নিরন্তর সংরক্ষণ এবং বিশ্লেষণ প্রয়োজন। মুক্তিযুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক দিক নিয়ে চর্চা হলেও তুলনামূলকভাবে অনালোচিত রয়েছে মুক্তিযুদ্ধকালীন চিকিত্সা এবং স্বাস্থ্যবিষয়ক মাত্রাটি।
যুদ্ধ সামরিক ও বেসামরিক মানুষকে এক নৃশংস পরিস্থিতির মুখোমুখি করে। মানুষ আহত, নিহত হন, বরণ করেন পঙ্গুত্ব। যুদ্ধকালে বিপদগ্রস্ত জনগোষ্ঠীর স্বাস্থ্য এবং চিকিত্সার ব্যবস্থা তাই যুদ্ধেরই অংশ। মুক্তিযুদ্ধকালের সেই চিকিত্সাযুদ্ধের ইতিহাস সন্ধানই এই বইয়ের লক্ষ্য। দীর্ঘদিনের নিবিড় গবেষণায় শাহাদুজ্জামান ও খায়রুল ইসলাম এ বইয়ে তুলে এনেছেন মুক্তিযুদ্ধের অনালোচিত সেই অধ্যায়। মুক্তিযুদ্ধের চিকিত্সা ইতিহাস গ্রন্থটি মুক্তিযুদ্ধচর্চায় একটি ব্যতিক্রমী সংযোজন।
ব্যাক কভার
বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক মাত্রা নিয়ে চর্চা হলেও তুলনামূলকভাবে অনালোচিত রয়েছে মুক্তিযুদ্ধকালীন চিকিত্সার মাত্রাটি। যুদ্ধকালে আহত, নিহত, পঙ্গুত্ব বরণ করা জনগোষ্ঠীর স্বাস্থ্য এবং চিকিত্সার ব্যবস্থা যুদ্ধেরই অংশ। এই গ্রন্থ মুক্তিযুদ্ধকালের সেই চিকিত্সাযুদ্ধেরই ইতিহাস।
খাইরুল ইসলাম
শাহাদুজ্জামান
ব্যতিক্রমী এবং নিরীক্ষাধর্মী গ্রন্থ রচনার মধ্য দিয়ে শাহাদুজ্জামান মননশীল বাংলা কথাসাহিত্যে তাঁর অনিবার্য অবস্থানটি ইতিমধ্যে নিশ্চিত করেছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ এবং অনুবাদ সাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ।
শাহাদুজ্জামান পড়াশােনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে। পরবর্তীকালে তিনি নেদারল্যান্ডস-এর আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। পেশাগতভাবে তিনি ডাক্তার হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে, পরে অধ্যাপনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ’এ। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগাে বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন। শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়।