ফ্ল্যাপের কিছু কথাঃ মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ গৌরবময় অধ্যায়। দীর্ঘ দীর্ঘ যুগের পরাধীনতার গ্লানি থেকে মুক্তির আলোকিত সোপান রচিত হয় মহান একুশের মাতৃভাষার লড়াইয়ের বিজয়ের মধ্যে দিয়ে। এরপর ১৯৭১-এ সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে স্বাধীনতা। ত্রিশ লাখ জীবনের বিনিময়ে অর্জিত বাঙালির এ স্বাধীনতা। একুশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-বাঙালির ইতিহাস যেমন পাল্টে দিয়েছে তেমনি বাঙালির শিল্প-সাহিত্যেও নতুন প্রাণস্পন্দন জাগিয়েছে। আমাদের শিশুসাহিত্য বিশেষ করে ছোটদের গল্পে মুক্তিযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। বাঙালি লেখকদের রচিত অসংখ্য কিশোরগল্প থেকে বাছঅই করে ৬২টি গল্প নিয়ে প্রকাশিত হলো ‘মুক্তিযুদ্ধের সেরা কিশোরগল্প’। হয়তো অনেক ভালো লেখাই এখানে ছাপা হয়নি- তবে এ আমাদের অনিচ্ছাকৃত অক্ষমতা। এ সংকলন নতুন প্রজন্মের পাঠকদের কাছে আমাদের দায়বদ্ধতা থেকে প্রকাশিত হলো।