বাঙালির মুক্তিসাধনার ইতিহাস-চর্চায় যাঁরা আন্তর্তাগিদ থেকে নিবেদিত রয়েছেন আবদুল মতিন তাঁদের মধ্যে অগ্রগণ্য। পঞ্চাশের দশকের গোড়া থেকে বাঙালির জাতীয় চেতনার সংহতিসাধন এবং জাতীয় মুক্তির পথানুসন্ধান প্রয়াসের সঙ্গে তাঁর সম্পৃক্তি ঘটে এবং অদ্যাবধি সেই চেতনা অন্তরে লালন করে চলেছেন। পেশার সাংবাদিক হলেও লেখালেখিতে বরাবর তিনি নিবিষ্ট থেকেছেন এবঙ একের পর এক তাৎপর্যময় গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন। প্র্রবাসে মুক্তিযুদ্ধের সঙ্গে স্বাভাবিকভাবে তাঁর ছিল নিবিড় সম্পৃক্তি। প্রত্যক্ষ অভিজ্ঞতা, গভীর অধ্যয়ন ও প্রসারিত জীবন-দৃষ্টিভঙ্গির সমন্বয়ে তিনি এবার উপহার দিলেন বিলেতে মুক্তিযুদ্ধের সপক্ষে প্রবাসী বাংালিদের কর্মকাণ্ড বিষয়ক সামগ্রিক পরিচয়বহ গ্রন্থ। দেশের বাইরে সবচেয়ে বিশাল বাঙালি জনগোষ্ঠীর উপস্থিতি ছিল বিলেতে এবং মুজিবনগরের পর তা হয়ে উঠেছিল তাৎপর্যময় কর্মকাণ্ডের দ্বিতীয় প্রধান কেন্দ্র। সেই তৎপরতার সবিস্তার পরিচিতি ও বিশ্লেষণ বাঙালির মুক্তিযুদ্ধের বিভিন্ন মাত্রা বুঝে নিতে সহায়ক বিবেচিত হবে। মুক্তিযুদ্ধের গ্রন্থমালায় আরেকটি উজ্জ্বল সংযোজন হয়ে উঠবে আবদুল মতিনের এই গ্রন্থ।