ফ্ল্যাপে লিখা কথা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় এবং বীরত্বপূর্ণ অধ্যায় একাত্তরের মুক্তিযুদ্ধ, আর মহত্তম অর্জন হলো গণমানুষের অংশগ্রহণে সেই যুদ্ধে বিজয় অর্জন।
ঐতিহাসিক একাত্তর হঠাৎ একদিনে অগ্নিক্ষরা রক্তঝরা চরিত্র লাভ করেনি। ওই একাত্তরের পেছনে আছে উত্তাল সত্তুর, বাঁধনছোঁড়া ঊনসত্তুর, তরঙ্গমুখর ছেষট্টি বাষট্টি, তারও পেছনে আছে বায়ন্নোর রক্তভেজা পথ; এমনি আরও কতো লড়াই-সংগ্রামের উদ্দীপ্ত দিন। এ দীর্ঘ সময় পেরিয়ে তবেই আসে একাত্তর এবং গণসম্পৃক্ত হয়ে ওঠে মহান মুক্তিযুদ্ধ। তাই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কেবল রণক্ষেত্রের হতাহত বা ক্ষয়ক্ষতির খতিয়ানমাত্র নয়, বরং তা হয়ে উঠেছে এই ভূখণ্ডের জনগণের বহু বছরের আশা-আকাঙ্ক্ষা, শোষণ-বঞ্চনা, ক্ষোভ এবং দ্রোহের সমন্বয়ে গড়ে ওঠা অসামান্য জীবনালেখ্য।
সূচিপত্র * পটভূমি * অসহযোগ-আন্দোলন ১৯৭১ * পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ এবং বাঙালির সশস্ত্র প্রতিরোধ * রাজনৈতিক, সাংস্কৃতিক, ছাত্র ও পেশাজীবী সংগঠন এবং ব্যক্তির ভূমিকা * গেরিলাযুদ্ধ, সামরিক প্রস্তুতি এবং বিজয়-অর্জন * পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসরদের তৎপরতা * নির্যাতন ও গণহত্যা * মুক্তিযুদ্ধের স্মারক * তথ্যসূত্র * পরিশিষ্ট