নিজের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে লেখা উপন্যাস এটা। আত্মজীবনী "অদেখা" প্রকাাশ করে পাঠকের প্রতিক্রিয়া দেখে দমে গেছি। নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার আগে পিছে কিছু বানানো অংশ। অনুভূতি এবং কথোপকথনগুলো অবিকৃত রাখার চেষ্টা করা হয়েছে। অনুভূতি সংরক্ষণের এই উদ্যোগটা পাঁচ বছর আগে নিলে আরো অবিকৃত কিছু ঘটনার সাক্ষী করে রাখতে পারতাম। বিচিত্রবান মানুষের চারপাশে বিচিত্র মানুষই থাকে, আর তাদের ঘিরে ঘটে যায় বৈচিত্রপূর্ণ ঘটনা। কিছু চরিত্র এতই বৈচিত্রপূর্ণ যে, গল্পে সে চরিত্রকে ভেঙ্গে দুই মানুষে রূপ দিতে হয়, বিশ্বাসযোগ্য করতে। নিজের উপলব্ধির কথা প্রকাশ করতে এই বইটি লেখা, গল্পটা একটা উপলক্ষ মাত্র। -কিশোর কুমার দাস