এই অস্থির সময়ে, অধিকারহারা সময়ে, বঞ্চনা-বৈরিতা-বিবেকহীনার সময়ে স্থির বসে থাকা যায় না। একেকটি দিন কী বিভৎসতায় ভরা! রাতের নিশ্বাস ঢুকে যাচ্ছে দিনের কোটরে। রোদপোড়া গন্ধ উগড়ে দিচ্ছে রাত্রি। প্রতিপদে গর্ত খোঁড়া, প্রতি শ্বাসে মৃত্যুর ঘ্রাণ। যে যেভাবে পারছে ছিঁড়ে খাচ্ছে। নষ্টদের দখলে রাজপথ-মঞ্চ। পেটপুজো হিংসার বলি হচ্ছি ক্ষণে ক্ষণে। একটা প্রজন্ম দেশ ছাড়ার উদ্দেশ্য নিয়ে বড় হচ্ছে। ধিক্কারে ধিক্কারে ভরিয়ে দিচ্ছে নিজের জন্মভাগ্য। প্রতিবাদের ভাষা নেই, নিজের অধিকার আদায়ের তোড়জোড় নেই। পিঠ ঠেকা দেয়ালেই খুঁজে নিচ্ছে সুখ। এইসব কাপুরুষতাকে তুরিতে উড়িয়ে দিতে চাই। ভেঙে ফেলতে চাই ভয়, আত্মসংকোচনের প্রাচীর। আপনিই রুখে দাঁড়ান, হয়ে উঠুন মীর নিসার আলী। জায়গায় দাঁড়িয়ে বাড়িয়ে তুলুন কণ্ঠস্বর। উচিয়ে তুলুন মুষ্টিবদ্ধ হাত। যে হৃদয়-হাতিয়ার নিয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, তার ক্ষমতা আপনি জানেন না।
সরদার মুহাম্মদ আরিফ
Overall Ratings (0)