১৯৮৯ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিঁতেরা বাংলাদেশ সফরে আসেন। বঙ্গভবনের হলরুমে বঙ্গবন্ধুর ছবি দেখে তিনি তৎকালীন প্রেসিডেন্ট এরশাদকে বলেছিলেন, ‘ফরাসি জনগণ এবং বিশ্ব তাঁকে চেনে। কিন্তু তাঁর নামের আগে তুমি ‘দ্য গ্রেট’ কেন বলোনি? আমরা আমাদের জাতীয় নেতা নেপোলিয়ান বোনাপার্টের নামের আগে ‘গ্রেট’ উল্লেখ করি। ব্রিটিশরা তাদের রানী ভিক্টোরিয়ার নামের আগে ‘গ্রেট’ লেখে। আলেকজান্ডারের নামের আগে গ্রিকরা আর আকবরের নামের আগে ভারতীয়রাও ‘দ্য গ্রেট’ বসায়।’
সত্যিই তো! ‘মুজিব দ্য গ্রেট’ই তো বলা উচিত। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, আবেগ ও অনুভ‚তি নিয়ে লেখা ছয়টি প্রবন্ধের বই ‘মুজিব: দ্য গ্রেট লিডার’ বঙ্গবন্ধুকে ‘দ্য গ্রেট’ হিসেবেই ভাবতে সহায়তা করবে।