রীতা রায় মিঠু। দীর্ঘ দেড় যুগ ধরে বাষ করছেন আমেরিকায়। অঅমেরিকার মিসিসিপি রাজ্যে ওয়ালমার্টের ফোন সার্ভিসে কাজ করেন তিনি। কর্মব্যস্ত জীবনে তিনি ঠিক ঠিক মনে রাখেন বাংলা ভাষার কথা, বাংলাদেশের কথা। বাংলাদেশের বাঙালিদের সব উৎসব পার্বন সুখ-দু:খের খবরাখবর রাখেন নিয়মিত। প্রতিদিন কম্পিউটারের কী- বোর্ড চেপে লিখে যান নানান অনভূতি ও অভিজ্ঞতার কথা। সেখানে রাজনীতি থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কিছুই বাদ যায় না। তবে যাইই লেখেন তা অত্যন্ত সাদামাটা, সহজবোধ্য ও প্রাঞ্জল ভাষায় লেখেন। তাই তাঁর গদ্য ঝরঝরে সুখপাঠ্য হয়ে ওঠে। ওয়ালমার্টে প্রতিদিন আসেন মার্কিন মুল্লুকে বসবাসকারী মার্কিনী ছাড়াও নানান দেশ মহাদেশ থেকে আসার নারী-পুরুষ। পেশাগত কাজের ফাঁকে তাদের সাথে কথা বলেন, গল্প করেন। সেসব গল্প থেকে ঠিক জেনে নেন তাদের নাড়ির খবর, হাড়ির খবর। এরকমই ৫৯টি মানুষ অথবা তাদের সাথে মেশার অথবা তাদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতার বর্ণনা নিয়ে এবারের বইমেলায় সিঁড়ি প্রকাশন থেকে তাঁর ২য় বই ‘মুহূর্তে দেখা মানুষ’।