কবি ও প্রাবন্ধিক কাজী নাসির মামুনের নতুন কবিতার বই 'মুহূর্তগুলো তরবারি'। 'লখিন্দরের গান' দিয়ে যে কবিতাযাত্রা তা এখন পরিণত, সুপক্ব এবং ভিন্নপথগামী। প্রমাণ তাঁর 'মুহূর্তগুলো তরবারির' কবিতা। মরমিয়া, আর্ত, বেদনাক্রান্ত এক পুস্তক। সময়ের স্বর হয়ে, সুর হয়ে, বিস্বর ও বেসুর হয়ে বেজে উঠেছে এই তরবারির ঝনংকার। যুদ্ধ নেই, লড়াই নেই, তবুও লড়াই আছে ভেতরে কোথাও। কবিতার প্রচলিত আড়াল ও আভরণ ছেড়ে সরাসরি ও প্রকাশ্য হয়েও যেন নিগূড় এই বইয়ের কবিতাগুলো।