মোগলনামা (১ম খন্ড)
বইঃ মোগলনামা জ "মোগলনামা" গ্রন্থটিতে লেখক মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মোগল সাম্রাজ্য গোড়াপত্তনের শুরু থেকে সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল পর্যন্ত উপযুক্ত তথ্য ও বিশ্লেষণের সাথে কালক্রমিক বিবরণ করা হয়েছে। যেহেতু সম্রাট বাবর এবং সম্রাট হুমায়ুনের শাসনকাল স্বল্পসময়ের সেহেতু তাদের আলোচনা সংক্ষিপ্ত হয়েছে। অন্যদিকে সম্রাট আকবর এবং সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল অধিক সময়কাল ব্যপ্ত বলে তাদের আলোচনা বেশি বিস্তৃত হয়েছে। সম্রাট বাবরের শাসনামল আলোচনায় উঠে এসেছে ফারগানা রাজ্য, পানিপাতের যুদ্ধ ও নামের বিবর্তনের ইতিহাস ও ইব্রাহীম লোদী, শাহজাদা হুমায়ূনের শাসনকার্যে অনীহা পড়াশোনায় অনুরাগী, কুহিনূরের কথা। সম্রাট হুমায়ুনের শাসনামল আলোচনায় খামখেয়ালীর সম্রাটের পেছনে তার যুদ্ধ দক্ষতা, বৈরাম খাঁর মতো মহানায়কের দক্ষতা,যোগ্যতা, শের শাহের বারবার উত্থান পতন, ছোট্ট শাহজাদা আকবরের চাচা কর্তৃক বন্দী ইত্যাদি আলোকপাত করা হয়েছে। সম্রাট আকবরের শাসনামল আলোচনায় মহান সম্রাট আকবরের প্রশাসনিক সংস্কার, নতুন ধর্ম প্রবর্তন, অন্য ধর্মের প্রতি অনুরাগ, ফতেপুর সিক্রি, হারেম সম্পর্কে মিথ ও বাস্তবতা বিশ্লেষণ, শাহজাদা সেলিমের বিদ্রোহ ইত্যাদি আলোচনা করা হয়েছে। সম্রাট জাহাঙ্গীরের শাসনামল আলোচনায় সম্রাটের সিংহাসন সুসংহত করতে তার বিভিন্ন পদক্ষেপ, ন্যায়ের জিঞ্জির, নুরজাহান ও তার দক্ষতা যোগ্যতা, পুত্র খুররম এর বিদ্রোহ ইত্যাদি আলোচনা করা হয়েছে। সম্রাট শাহজাহানের শাসনামলে আলোচনায় সম্রাজ্ঞী নূরজাহানের পরিণতি খুররম মমতাজের সম্পর্ক, শাহজাদা আওরঙ্গজেব ও দারা শোকোহর পরস্পর বিরোধিতাহ পরস্পর বিপরীত চরিত্র, আওরঙ্গজেবের বিদ্রোহ ভাইদের নৃশংস হত্যাকাণ্ড আলোচনা করা হয়েছে। সম্রাট আওরঙ্গজেবের শাসনামল আলোচনায় সম্রাট শাহজাহান ও শাহজাদী জাহানারা বন্দী জীবন কুখ্যাত মারাটা ডাকাত শিবাজী ও ছেলে শম্ভুজীর বিদ্রোহ, হিন্দুদের মন্দির ভাঙ্গা, জিজিয়া কর আরোপ অমুসলিমদের বিদ্রোহ ইত্যাদি আলোকপাত করা হয়েছে।