কত ছবি আঁকা ছিল এই খাতায়
কত-না গান-গজল।
আর সেই—
বকুলচাঁপার গন্ধ
মেখে থাকে জীবনের পাতায়।
আর ৬১ পৃষ্ঠা,
সে তো আমি
ফেলে রেখেছি অনেক আগের পৃষ্ঠায়।
ভুলে গিয়েছি আমি
সেসব কষ্টের দিনগুলোর কথা,
চাই না।
না চাই না
আমি মনে করতে
পুরনো দিনের স্মৃতি।
এখন আমি Establish হয়েছি।
আমার অতীতকে মুছে দিয়েছি।
আমার মন থেকে
আর ৬১ পৃষ্ঠা...