কালীরঞ্জন শীল ছিলেন সবার আপন সবার প্রিয়জন। বামপন্থি রাজনীতিতে ছিলেন আজীবন সমর্পিত, রাজনীতির নানা উত্থান-পতনের মধ্যেও সদা থেকেছেন অবিচল, হাস্যময়, অপরের সহায়তায় উদার-হস্ত। একাত্তরে মরণশয্যা থেকে ফিরে আসা মানুষটি সত্যিকারভাবে ছিলেন অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ সত্তা। অন্যদিকে আত্মপরতা তাঁর মধ্যে কখনো ঠাঁই পায়নি, অন্যের আনন্দ-বেদনার সাথী ও সহায়ক হয়েছেন তিনি একান্ত স্বাভাবিকভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও পেশাগ্রহণ ও পেশাগত সফলতার পথ পরিহার করে তিনি রাজনীতির কর্মী হিসেবে জীবন-উৎসর্গ করেছিলেন। সেই রাজনীতিতেও নেতৃপদে স্থান করে নিতে তাঁর কোনো সচেষ্টতা ছিল না, তিনি কর্ম-সম্পাদনেই ছিলেন তুষ্ট। অকালে প্রয়াত সর্বজনপ্রিয় ব্যতিক্রমী ব্যক্তিত্বকে নিয়ে তাঁর কাছের মানুষেরা নিবেদন করেছেন স্মৃতির অর্ঘ্য, যা অনন্য কালীরঞ্জন শীলকে চিনতে শেখাবে আমাদের, সেই সাথে মেলে ধরবে মুক্তি আন্দোলনের অন্যতর পরিচয়।
মফিদুল হক
আয়শা খানম
Title :
মৃত্যুকূপের মানুষ কালীরঞ্জনশীল স্মারকগ্রন্থ