মৃত্যুর দুয়ারে মানবতা - মাওলানা আবুল কালাম আজাদ | বইবাজার.কম

মৃত্যুর দুয়ারে মানবতা

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ১৯২ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২৪০





WISHLIST


Overall Ratings (1)

নয়ন আজিজ
19/10/2020

মৃত্যুর দুয়ারে মানবতা আল্লাহ ও আল্লাহর রাসুল(সঃ) এর বিধান অনুযায়ী জীবন পরিচালনার যে তীব্র বাসনা যাদের মাঝে দেখতে পাই তাদের থেকে লেখক মাত্র কয়েকজন বিশিষ্ট খলিফা ও সাহাবীর অন্তিম মুহুর্ত নিয়ে বইটি লিখেন। ইসলামের বিশিষ্ট চারজন খলিফা সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। সংগঠন, নেতৃত্ব,আনুগত্যের ভারসাম্য যে ইসলামে সুমহান আদর্শ তা আমরা দেখতে পাই এক্ষুদ্র গ্রন্থে। আলোচ্য বইয়ের প্রত্যেক খলিফা বা সাহাবী তাদের জীবনের শেষ পরিনতি বরণ করে নিয়েছেন আল্লাহর ইচ্ছা আর পূর্ববর্তী খলিফার নির্দেশনা মোতাবেক।জীবনকে সমর্পণ করে দিয়েছেন আল্লাহর রাহে।একটুও বিচলিত হননি।চাইলে পিছু হটতেও পারতেন।তবুও দৃঢ়তা প্রদর্শন দেখিয়েছেন ইসলামের প্রতি। নেতৃত্ব থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা প্রচেষ্টা করতেন।তবে দায়িত্বের শীকল গলায় বেধে দিলে আর পিছু হটতেন না।দেহের রক্ত মাংসের শেষ বিন্দু দিয়ে শান দিয়েগেছেন ইসলামকে। দৈহিক উন্নতির চাইতে আমলের প্রতিযোগিতা দেখতাম তাদের দানের ক্ষেত্রে।যিনি খলিফা হওয়ার পূর্বে ছিলেন ধনী তিনি দায়িত্ব গ্রহনের পর হয়ে যেতেন তেমন দুঃখী অভাবী।অর্ধাহারে, অনাহারে দিন কাটাতেন।ব্যস্ত থাকতেন দায়িত্বপালনের বিষয়ে। ভবিষ্যতে প্রজন্মের চলার বিষয়ে আমরা যে অর্থ সঞ্চয় নিয়ে ব্যতিব্যস্ত। সে ক্ষেত্রে তারা তাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহর জিম্মায় সোপর্দ করতেন।তারা মনে করতেন চরিত্রবান সন্তানই হলো উত্তম সম্পদ। শাসক হিসেবে তারা ভাবত অাখিরাত আর জবাবদিহির পরিনাম।ভোগ বিলাস যেন তাদের কাছেও ভিড়তে পারেনি। তেমনি একজন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ।খলিফা পদ গ্রহণ করার আগে তিনি যে সুগন্ধী ব্যবহার করতেন তা অনেক খলিফাও ব্যবহার করার সামর্থ্য কিংবা সুযোগ পাননি।অথচ খলিফা হওয়ার পর একবারে উদাসীন হয়েগেলেন।যিনি খলিফা পূর্ববর্তী সময়ে তখনকার সময়ের ৪০০ দিরহাম কিংবা তারও বেশি মূল্যের জামা পরিধান করতেন খলিফা হওয়ার পর তিনি ছেড়া, তালি জামা পরতে অভ্যস্ত হয়ে গেলেন। ষড়যন্ত্রের শিকারে যখন তিনি মৃত্যুর পদযাত্রী এমন মূহুর্তে ও ক্ষমা করতে ভুলেননি।শুধু ক্ষমা করেননি তার সে গোলামের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও করলেন।এরকম ঘটনায় এই বইয়ের নাম করনের সার্থকতাকে বহন করে। বইটি ভাষা অত্যান্ত সাবলিল।অনুবাদক শব্দচয়নে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন।নতুন পাঠকও পড়তে মনোযোগ হারাবেনা।শেষ না করে উঠতে পারবেনা। মূল বইটি লিখেছেন ভারতের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল কালাম আজাদ। অনুবাদক মাওলানা রুহুল আমিন। পেজ সংখ্যা -১৮১ প্রচ্ছদ মূল্য -২৪০/ #নয়নআজিজ


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com