“মৃত্যুঞ্জয়ের সপ্তম জন্ম” বইটি সর্ম্পকে কিছু কথাঃ মৃত্যুঞ্জয়ের সপ্তম জন্ম হুমায়ূন মালিকের প্রথম গল্পগ্রন্থ। বাংলা ছোটগল্পের ঐতিহ্যের সঙ্গে বিশ্বের অগ্রসর ধারার সম্পৃক্তির এক সমৃদ্ধ ফসল এই গ্রন্থের গল্পগুলি। মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ভণ্ডামী ও পরিবেশে প্রযুক্তির চাপ ও পারমাণবিক আধিপত্যের প্রতিযোগিতায় মানবকুল বিনাশী আয়োজন, সামপ্রদায়িকতায় উন্মূল মানুষ, স্বার্থপরতা-সন্ত্রাসে বিপন্ন মানবতা, সামাজিক বৈষম্য, বাজার অর্থনীতির দৌরাত্ম্য, অবক্ষয়, ক্লেদ ইত্যাদি তাঁর গল্পের অন্তর্গত বিষয় হয়ে এক স্বতন্ত্র শৈল্পিক সফলতায় উত্তীর্ণ হয়েছে। পরাবাস্তবতা, জাদুবাস্তবতা, প্রতীকময়তা, রূপক, লক্ষ্যভেদী শব্দ, এক গল্পে অজস্র গল্প সংস্থাপন করে এপিকের মাত্রা যোগ - এসব তাঁর গল্পকে নতুনত্ব দিয়েছে। হুমায়ূন মালিক বিষয়বৈচিত্র-সমৃদ্ধ গল্পকে উপস্থাপন করেন নিজস্ব ভাষা ও আঙ্গিকে। বস্তুত জনপ্রিয়তা অর্জন নয় মহৎশিল্প সৃষ্টিই যেখানে অঙ্গীকার, হুমায়ূন মালিক সেখানে তাঁর শেকড় ছড়িয়ে জন্ম দেন গল্পের মহীরূহ।