ফ্ল্যাপের কিছু কথাঃ ‘কুদরত রঙ্গি-বিরঙ্গী’ লিখে ইতিপূর্বেই বাঙালিকে মাতিয়েছেন কুমারপ্রসাদ মুখোপাধ্যায়। এই গ্রন্থের নামই বলে দিচ্ছে, এবারে সঙ্গীতের ঠাটবাট যত না, তার চেয়ে লেখক বেশি ঝুঁকেছেন গানের আড্ডার চৌহদ্দিতে। নিটোল রস-রসিকতার রকমারি সব মজলিসে। সঙ্গীতের জগৎ আশ্চর্য আর বিচিত্র জগৎ। কিংবদন্তি ওস্তাদদের সুরই শুধু নয়, এই জগতের অন্তঃস্থলে তৈরি হয় কত ঘটনা, কত অজানা গালগল্প আর খাঁটি সরস কথকতা। গান-বাজনার তান-তুকের চেয়ে সেই অচেনা ভুবনের কাহিনী আরও মনোহর। এই গ্রন্থের লেখক নিজে সঙ্গীতসাধক। অথচ তিনি কেবল সঙ্গীত-সাধনায় জীবন ভরাতে চাননি। সঙ্গীতকে বুঝে-সমঝে রসিক হয়ে উঠেছেন। আসরে আসরে দেখে ফিরেছেন, চেখে ফিরেছেন রথী-মহারথী গাইয়ে-বাজিয়েদের সদাচার, ঘর ও ঘরানা। লেখক তাঁর সুরের সাম্পানকে বেঁধেছেন সুরনদীর ঘাটে ঘাটে। সেখান থেকে সংগ্রহ করে আনা গুণী ওস্তাদদের রস-রসিকতার এক একটা কলিকে তিনি পরিবেশন করেছেন অন্য মূর্ছনায়। স্রেফ আ্ড্ডার ঢঙে লেখা এই রচনা মনের তন্ত্রীতে বাজিয়ে তোলে অন্যতম সুর।