বই সংক্ষেপ মোগল শাহজাদা শাহ সুজা পালাচ্ছেন। রাজমহল থেকে টেকনাফের দিকে। এই তাঁর আখেরি সফর। একদিকে তাঁর অন্তরে চলছে হরেক ভাবনার টানাপোড়েন-ক্ষমতার টান আর তা থেকে পিছলে যাওয়ার পরিণতির, শরীরে প্রবাহিত তৈমুরের রক্তের তাপ আর পলায়নকারী বাস্তবতার, দৌলত আর কিসমতের। তিনি যাচ্ছেন। পেছনে চলেছে কাফেলা। বাংলার দীর্ঘ পথজুড়ে ছড়িয়ে পড়ছে তাঁর পলায়নের স্থায়ী চিহ্ন-সড়কে, স্থাপনায়, মানুষের মুখে মুখে তৈরি হয়ে ওঠা গীতে। শাহ সুজার পেছনে চলেছে এক প্রেমিকও। পেশায় কলমচি, আচরণে উভকামী। পথে পথে কত কিসিমের মানুষের সঙ্গেই না তার মোলাকাত-পর্তুগিজ জাহাজের লশকর, শোলক-কাটা জেনানা, মাতাল, হিজড়া, পানের আড়তদার, মক্তবের মিয়াজি। তাদের ধূলিমাখা কাহিনি এসে পৌঁছায় রোহিঙ্গাদের এ সময়ের রক্তাক্ত ইতিহাসে। এ কাহিনি যোগের-রাজাপ্রজা-নির্বিশেষে মানুষের সঙ্গে মানুষের, ইতিহাসের সঙ্গে বর্তমানের। শাহীন আখতার লোকগান থেকে বের করে এনেছেন সামন্তযুগে চাপা পড়া সাধারণ মানুষের কথা। তুলে ধরেছেন মানুষের চিরন্তন কুহকী মন।
শাহীন আখতার
শাহীন আখতার কুমিল্লার চান্দিনা থানার হারং গ্রামে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেন। তার লেখা "তালাশ" উপন্যাসের জন্য তিনি ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার 'এশিয়ান লিটারেরি অ্যাওয়ার্ড' পান এবং ১৪১০ সালে 'প্রথম আলো বর্ষসেরা বই' পুরস্কারে ভূষিত হন। "ময়ূর সিংহাসন" উপন্যাসের জন্য তিনি আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার ও আইএফআইসি ব্যাংক পুরস্কার লাভ করেন। এছাড়াও, "অসুখী দিন" উপন্যাসের জন্য ২০১৮ সালে তিনি জেমকন সাহিত্য পুরস্কার পান। তার সর্বশেষ উপন্যাস "এক শ এক রাতের গল্প" হোলি আর্টিজানের আত্মঘাতী হামলাকে কেন্দ্র করে রচিত হয়েছে।
Title :
ময়ূর সিংহাসন (জেমকন সাহিত্য পুরস্কার ২০১৫)