তারা যাত্রা শুরু করেন আর্জেন্টিনা থেকে। পর্যায়ক্রমে তারা চিলি, পেরু এরপর কলম্বিয়া হয়ে সবশেষ ভেনিজুয়েলায় এসে তাদের এই মোটর সাইকেল যাত্রা শেষ হয়। যাত্রা শুরু করেন ১৯৫২ সালের ৪ জানুয়ারী এবং শেষ হয় ২৬ জুলাই। এসময় অনেক ঘটনা ঘটে যা অত্যন্ত সুন্দরভাবে বইটিতে চে উল্লেখ করেছেন।তাঁর ভ্রমন সঙ্গী ছিল আলবার্তো গ্রানাদো – এক প্রগতিশীল ডাক্তার কুষ্ঠরোগ বিশেষজ্ঞ। বয়সে ব্যবধান থাকলেও বন্ধু ছিলেন দু’জনে।
আর্নেস্তো চে গুয়েভারা
চে গুয়েভারা জন্মেছিলেন ১৯২৮ সালে আর্জেন্টিনায় আর ৩১ বছর বয়সে কিউবার বিপ্লবী যুদ্ধে অংশ নিয়ে চমকে দিয়েছিলেন বিশ্বকে। যুগে যুগে নতুন প্রজন্ম আর বিপ্লবীদের অনুপ্রেরণা হয়ে আছেন তিনি সেই থেকে। তারপর কিউবার মন্ত্রীত ছেড়ে প্রথমে কঙ্গো পরে বলিভিয়ার বিপ্লবী যুদ্ধে অংশ নিয়ে হয়ে উঠেছিলেন মহামানব। অন্যদিকে মার্কিন সাম্রাজ্যবাদের জন্য আতঙ্ক। ১৯৬৭ সালে বলিভিয়ার জঙ্গলে মার্কিনীদের কাছে প্রশিক্ষণ পাওয়া মিলিশিয়ারা হত্যা করে তাকে। ৩৯ বছরের ক্ষুদ্র জীবন পরিসরে তিনি হয়ে উঠেছিলেন। একাদিক্রমে বিপ্লবের রূপকার এবং সমাজতান্ত্রিক তত্ত্বকার।
অনুবাদক: আবীর হাসান ঔপন্যাসিক, কবি, সাংবাদিক। বিজ্ঞান লেখক হিসেবেও পরিচিতি আছে । অনুবাদ করেছেন বেশ কিছু বিখ্যাত গ্রন্থ।