শহুরে অ্যাপার্টমেন্ট ছেড়ে গ্রামের দিকে বাস করার স্বপ্ন সিআইডি অফিসার ইরফান সিদ্দিকীর। কিন্তু বাড়ি দেখতে গিয়ে শীতের এক সকালে দুঃস্বপ্নে পরিণত হলো স্বপ্নটা। জোড়া লাশ আবিষ্কৃত হলো বাড়ির বাগানে। কারা এরা? ফরেনসিক রিপোর্ট বলছে, কমসে কম পঞ্চাশ বছর আগে হয়েছে খুনগুলো! এতগুলো বছরেও তাহলে এদের খোঁজ পড়ল না কেন? তদন্ত শুরু করল ইরফান ও তার সহকর্মীরা। মাঠে নেমেই টের পেল ওরা—কত ধানে কত চাল আর কত গমে কত আটা!
লেখক পরিচিতি
ডিউক জন জন্ম ঢাকায়। পৈতৃক নিবাস চট্টগ্রাম। পড়াশোনা ঢাকা সিটি কলেজে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪। প্রথম বই রক্তাক্ত স্বর্গ। কাজী আনোয়ার হোসেনের সহযোগী হিসেবে লিখেছেন মাসুদ রানা সিরিজের শকওয়েভ বইটি। অবসরে ঘুরে বেড়াতে ভালোবাসেন।