ফ্ল্যাপের কিছু কথাঃ মুন পারী নগরীতে জন্ম নেওয়া এক কিশোরী মেয়ে। শিশুকাল থেকে সে তার শিক্ষা জীবন এই নগরীতেই শুরু করে। তাই পারী এমনই এক নগরী যে তাকে হাজার হাজার বছর ধরে নতুন ভাবে আবিষ্কার করা সম্ভর। অনেক মানবের অদৃশ্য পদচারণা এই নগরীর বুকে কালের স্মৃতি আছে যা শুধু মাত্র মুনই জানে এবং পারী নগরী অতি যতনে তা নিজ অবয়বে আড়াল করে রেখেছে। এ যেন শুধু পারী ও মুনের ব্যাপার, অন্য কাউকে বলতে মানা। মুনের এমন একটি দিনের স্মৃতিকেই হয়তো অনেকে প্রচেষ্টার পর পারীর আঁচল থেকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ মুনকে ঘিরেই এ বইয়ের কাহিনী আবর্তিত।