The Lerner's Multilingual Dictionary draws on Longman's renowned quality and the Regional Institute of English's vast experience in the study of Indian languages. This unique multilingual dictionary offers meanings, explanations and usages in four Indian languages- Kannada, Malayalam, Tamil and Telugu. This cross-curricular approach to teaching and learning will help learners pick up the multilingual nuances of the four regional languages as well as learn English easily.
বুলবুল চৌধুরী
বুলবুল চৌধুরী (জন্ম: জানুয়ারি ১, ১৯১৯ - মৃত্যু: মে ১৭, ১৯৫৪) প্রখ্যাত বাঙালি নৃত্যশিল্পী। পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার লোহাগাড়ার চুনতি গ্রামে। আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর সমান খ্যাতি ছিল। তার নাম অনুসারে বুলবুল ললিতকলা একাডেমী নামে বাংলাদেশের স্বনামধন্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রয়েছে। পিতৃপ্রদত্ত নাম ছিলো রশিদ আহমদ চৌধুরী। নৃত্যশিল্পের বাইরে তিনি লেখক হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৪২ সালে তার উপন্যাস 'প্রাচী' প্রকাশিত হয়। বুলবুলের লেখা ছোটগল্প 'অনির্বাণ' রুশ ভাষায় অনূদিত হয়েছিল। তার অন্যান্য লেখার মধ্যে ছিলো - আরাকান ট্রাংক রোড, পাদপ্রদীপ।