ফ্ল্যাপের কিছু কথাঃ আমাদের মনোভুবন বিচিত্র এক আলো আঁধারির জগত। যেখানে অতি সাধারণ মানুষ থেকে শুরু করে একজন বুদ্ধিমান মানুষও বিচিত্র এক অনুভবের জগতে বসবাস করে।
মানুষের মন-সতত পরিবর্তনশীল। জীবনে পরিবর্তন না থাকলে সভ্যতার পরিবর্তন হতো না। মানুষ তার জীবনের চতুরঙ্গ চাপের মাঝেও নিজের মনকে নিয়ে ব্যতিব্যস্ত থাকে। স্পন্দিত অস্থির মন অহরহ স্বপ্ন দেখে যা তার ভবিষ্যৎ জীবনের উৎস করে মানুষ নিজে তার জীবনকে সুন্দর করে তুলতে পারে।
জীবন ভরপুর হোক এটাতো আমরা সবাই কামনা করি। জীবনকে উন্নতর করতে চাইলে মনের প্রস্তুতি দরকার। মনকে অভ্যাসের কারাগারে বন্দী করে রাখা ঠিক নয়।
জীবনের সকল যন্ত্রণাকে হাসিমুখে মেনে নিবার ক্ষমতা আয়ত্ত্ব করতে হবে এভাবেই। এড়িয়ে তারে পালাস রে, ধরা-দিতে হ’সনে কাতর’। তবেই সকল বিপত্তি কাটিয়ে সাফল্যের ফুল ফুটবে।
সূচিপত্র * সম্মেহক গল্প বলিয়ে হুমায়ূন আহমেদ * রোড টু দুবাই * আত্মঘাতী মৌলিক ভাবুক * হিস্ট্রিরিয়ার হিস্ট্রি * পুরুষের যু্ক্তির আড়ালে মেয়েদের গল্প * আমার না বলা কথা * কে পাগল? * নির্মমতার কোলাজ * প্রেমের মড়া জলে ডোবে না * অসম সম্পর্কে বন্ধুত্ব হয় না * মানুষ হওয়া * আধুনিক জীবনে ‘কেমন আছ’? * আত্মপরিচয় * যা অচিরকালের তাই যে চিরকালের * সঙ্গীতে রবীন্দ্রনাথ * নামে কিছু আসে যায় * ডিম আগে না মুরগী? * বৃদ্ধাশ্রম * ফেরারী সময় * বড় জানতে ইচ্ছে করে * মৃত্যু ও নান্দনিক ভাবনা * প্রকৃতির শিক্ষা * কবিতার লেনাদেনা * দ্বিতীয় যৌবন * রবীন্দ্র চেতনায় পরলোক * মানসিক চর্চা * প্রতিভার গৃহিণীপনা * সত্য বলার যন্ত্রণা * প্রকৃতিপ্রেমী কর্মোদ্যোগী মহান ব্যক্তিত্ব * বুদ্ধির উত্তরণ * প্রেমের শাশ্বত রূপ * মরিতে চাহিনা আমি * ভয়! ভয়! ভয়!!!
জুলফিয়া ইসলাম
প্রবন্ধ, গল্প, উপন্যাস, নারী ও কিশাের সাহিত্যচর্চার মাধ্যমে তিনি লিখে চলেছেন সুস্থ জীবনের জন্য মনস্তত্ব, সমাজতত্ব, ইতিহাস, দর্শন ও জীবনধর্মী নানা বই। গ্রন্থ সংখ্যা ৪২টি। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার এবং নিজেও সংগীত পরিবেশন করেন। বহুল আলােচিত পত্রিকাগুলােতেও নিয়মিত লেখালেখি করেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। এছাড়া অন্যান্য সাহিত্য সংগঠনের সঙ্গেও জড়িত। সাহিত্যে বিশেষ অবদানের জন্য অনেকগুলাে পুরস্কারে ভূষিত হয়েছেন। যেমন মাওলানা ভাসানী সাহিত্য পুরস্কার, সালেহীন মােমােরিয়াল এ্যাওয়ার্ড, কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পুরস্কার, ম্যাপসাস এ্যাওয়ার্ড (মানবাধিকার পরিবেশ সাংবাদিক সােসাইটি অব বাংলাদেশ) হােসেন। শহীদ সােহরাওয়ার্দী স্বর্ণপদক, নবাব ফয়েজুনন্নেছা স্বর্ণপদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (২০০৮)। পদক্ষেপ পুরস্কার ২০১৪। তার ‘পদ্মপাতায় জল’ উপন্যাসটির নাট্যরূপ ধারাবাহিকভাবে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে ২০১১। বাংলাদেশ, কলকাতা, আগরতলাসহ বিভিন্ন দেশে বহু পাঠক পাঠিকা তাঁর একনিষ্ঠ ভক্ত। একসময় শিক্ষকতায় জড়িত ছিলেন। ছিলেন সাপ্তাহিক ২০০০-এ। বর্তমানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন। সখ বইপড়া, সঙ্গীতচর্চা ও দেশ বিদেশ ঘুরে বেড়ানাে। তিনি কলকাতা, দিল্লী, (আগ্রা, আজমীর, জয়পুর) সিঙ্গাপুর, মালয়েশিয়া (ল্যাংকাওয়ে, গ্যানটিং হাইল্যান্ড, পুত্রজায়া, মাল্লাক্কা) থাইল্যান্ড, (ফুকেট, পাতায়া) দুবাই, সৌদিআরব, মালদ্বীপ প্রভৃতি দেশ ভ্রমণ করেন। শিক্ষাজীবন : এসএসসি ঢাকা বাের্ড। এইচএসসি ঢাকা বাের্ড। স্নাতক ঢাকা বিশ্ববিদ্যালয়। বিএড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ) স্নাতকোত্তর ঢাকা।