নির্মোহ দৃষ্টি নিয়ে জীবনকে দেখতে পারার দুঃসাহস খুব কম সংখ্যক লেখকই রাখেন। সমসাময়িক গল্পের প্রচলিত বিষয় আশয়, ধ্যান-ধারণা ও বিন্যাসের বাইরে এক ভিন্ন আঙ্গিকে গল্পকে করে তোলেন গল্পের চেয়েও বেশি কিছু। নব্বই দশকের পরিশ্রমী, নিভৃতচারী এই গল্পকার দেশ-বিদেশের বিচিত্র সব ঘটনা, অভিজ্ঞতা আর বিষয়কে নানা দৃষ্টিকোন থেকে তুলে আনেন তাঁর গল্পে। লেখেন কম কিন্তু তার লেখা গল্পের ভেতর লুকিয়ে থাকে অনেক গল্পের হাতছানি। ‘মনমতলবী’ গল্পগ্রন্থে তার ব্যতিক্রম ঘটে নি।