ফ্ল্যাপের কিছু কথাঃ ড. জাহাঙ্গীর আলম বাংলাদেশের একজন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ। তিনি বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির এককালিন সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি বিষয়ে এম. এসসি এবং ১৯৮৩ সালে নিউজিল্যান্ড এর কেন্টারবারী বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পি. এইচ. ডি ডিগ্রী লাভ করেন। ১৯৯৮ সালে তিনি নিউজিল্যান্ড এর লিংকন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। একজন কৃতি গবেষক ও সৃজনশীল লেখক হিসেবে ড. আলম অত্যন্ত সুপরিচিত। ইতোমধ্যেই দেশে ও বিদেশে তার অনেক গবেষণা নিবন্ধ ও পুস্তক প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি কয়েকটি গবেষণা জার্নাল ও কর্মশালার কার্যবিবরণী সম্পাদন করেছেন। ১৯৮০ সালে তিনি কৃষি উন্নয়ন রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন।
কর্মজীবনে ড. আলম শস্য খাত ও শস্য বহির্ভূত কৃষি খাতের উপর ব্যাপক আর্থ-সামাজিক গবেষণা পরিচালন করেছেন। এ ছাড়া পল্লী উন্নয়ন, গ্রামীন আয় বন্টন, দারিদ্র্য বিমোচন, গ্রামীণ উন্নয়নে বেসরকারি সংস্থাসমূহের প্রভাব, ভূমি সংস্কার, সেচ ব্যবস্থাপনা, অর্থনৈতিক সংস্কার এবং গ্রামীণ মহিলাদের আয় ও কর্মসংস্তঅন বিষয়ে অনেক সমীক্ষার কাজ সম্পাদন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একজন সদস্য পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।
ড. আলম ১৯৫২ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা জন্মগ্রহণ করেন। তিনি আলহাজ্ব ছিদ্দিকুর রহমান খান এবং আলহাজ্ব মোছাম্মৎ তহুরা বেগম এর একমাত্র সন্তান।