জন্ম : ১৫ ফেব্রুয়ারি ১৯৬৭। পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার তেলিখালী গ্রামে। খরস্রোতা কচা নদীর কোল ঘেষে সদা ভাঙ্গনের মুখে ঠায় দাঁড়িয়ে থাকা সবুজ শ্যামল গ্রাম তেলিখালীতেই তাঁর কৈশোর কেটেছে। ছাত্র অবস্থা থেকেই সাহিত্য, সাংবাদিকতা, ফটােগ্রাফী ও ভ্রমণের প্রতি ছিল তার প্রবল আগ্রহ।
তারই ধারাবাহিকতায় তৎকালীন দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১৯৯০ সালে প্রথম সাংবাদিকতায় আসা সাহিত্যের সব শাখাতেই কমবেশি তার বিচরণ। তবে উপন্যাস লিখতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। ইতিমধ্যেই তার অনেকগুলো গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে রয়েছে উপন্যাস, কিশোর গল্প-উপন্যাস, সায়েন্স ফিকশন, কিশোর অ্যাডবেঞ্চার, কিশোর থ্রিলার, কিশোর ভৌতিক গল্প, নাটক, আত্মোন্নয়নমূলক গ্ৰন্থসহ বেশ কিছু সম্পাদনা গ্রন্থ।
Title :
মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন (অনার্স ৪র্থ বর্ষ)