যখন কারো মনে খুব কষ্টের উদয় হয়, ব্যাথা যখন সিমা অতিক্রম করে, তখন সবকিছুই ওলট পালট হয়ে যায়, দুমরে মুচরে দিতে ইচ্চা করে সবকিছু, অনেক যুদ্ধ, তার পরে আবার সবকিছু নতুন করে শুরু করা, এ যেন সাদা কাগজটা, যার বুকে নীল কলমের কালি দিয়ে জীবনের সব দুঃখ গুলো লিখে দিলাম, আর যখন দেখলাম, সেই সাদা কাগজটা দুঃখের বিষে একেবারে নীল হয়ে গেছে, তখন তাকে ছিড়ে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিতে ক্ষান্ত হওয়া। এক টুকরো সাদা কাগজ যা দিয়েই শুরু করলাম যাত্রা।