মােফাজ্জল করিম জন্ম : একুশে শ্রাবণ ১৩৪৮, ৬ আগস্ট ১৯৪১, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা। লেখাপড়া : মৌলভীবাজার, বগুড়া, নােয়াখালি, কুমিল্লা, ঢাকা ও মেলবাের্ন (অস্ট্রেলিয়া)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও এম.এ.এবং মনাশ বিশ্ববিদ্যালয়, মেলবাের্ন থেকে মাস্টার অব এ্যাডমিনিস্ট্রেশন। কর্মজীবন : হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ ও সরকারি মুরারীচাঁদ কলেজ, সিলেট-এর অধ্যাপনার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করার পর সিভিল সার্ভিস অব পাকিস্তান (সি এস পি)- এ যােগদান। বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন জেলায় প্রশাসনিক দায়িত্বপালন। সবশেষে সচিব পদে কয়েকটি মন্ত্রণালয়ে অধিষ্ঠিত থাকার পর ১৯৯৯ সালে অবসর। গ্রহণ। ২০০০ সালে সক্রিয় রাজনীতিতে যােগদান। ২০০৩-৫ সময়ে যুক্তরাজ্যে ও আয়ার্ল্যাভে বাংলাদেশের রাষ্ট্রদূত। লেখালেখি : মূলত কবি। প্রকাশিত কাব্যগ্রন্থ ১০টি। ছড়ার বই ২টি। গদ্যগ্রন্থ ৮টি। উল্লেখযােগ্য সাহিত্য পুরস্কার : অগ্রণী ব্যাংক পুরস্কার। (১৯৮৮) ও আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯৭)।