'মনবালকের খোঁজে' এটি একটি কাব্য গ্রন্থ হলেও এতে রয়েছে মনবালককে লেখা মনবালিকার বেশ কিছু অপ্রকাশিত পত্রকাব্য। খায়রুননেসা রিমির লেখার যারা ভক্ত তারা কম বেশি সবাই মনবালককে চিনে থাকবেন। মনবালকের সাথে মনবালিকার সম্পর্কের শুরু থেকে শেষ পুরোটা জানতে হলে পড়তে হবে এই বইটি। এছাড়াও এই কাব্যগ্রন্থে আছে তরুণ প্রজন্মের প্রেমঘটিত মানসিক অস্থিরতা, ব্রেকাপজনিত বিষাদমাখা বেশ কিছু কবিতা মনবালককে হারিয়ে পাগলপ্রায় মনবালিকা হন্যে হয়ে খুঁজে বেড়ায় মনবালককে। এককথায় টক, ঝাল, মিষ্টি সব ধরণের স্বাদই পাঠক পাবেন বইটি পড়লে কবিতাকে গ্রহণযোগ্য করে তোলার সব আয়োজনই করা হয়েছে বইটিতে। যারা কবিতা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে বইটি। লেখিকা খায়রুননেসা রিমি বর্তমানে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ শ্যামপুর শাখায় শিক্ষকতা করেন। এছাড়াও স্বপ্ন পূরণ বিডি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই গুণী লেখিকার বই ভীষণরকম পাঠকপ্রিয়তা পাবে এটা আমার বিশ্বাস।