মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির আত্মপরিচয়ের ইতিহাস। এর সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নির্মম ও নৃশংসতার কাহিনি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। b বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি স্বৈরশাসনবিরোধী প্রতিটি আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক জীবনের মতো শিল্পসাহিত্যের ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে একটা বড় জায়গা দখল করে নিয়েছে। মুক্তিযুদ্ধের গণজাগরণ ও বৈপ্লবিক চেতনাকে শানিত করার জন্য রচিত গান, কবিতা ও নাটক আমাদের সাহিত্যকে ভিন্ন মাত্রায় আলোকিত করেছে। brমুক্তিযুদ্ধকে নিয়ে গড়ে উঠেছে স্বতন্ত্র ধারার সাহিত্য, যাকে আমরা মুক্তিযুদ্ধের সাহিত্য বলে অবহিত করতে পারি। সাহিত্যের প্রতিটি অঙ্গনেই মুক্তিযুদ্ধের ব্যাপক প্রভাব ও প্রতিফলন দৃশ্যমান। বাঙালি জীবনের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ভূমিকা অপরিসীম। আমাদের জীবনে ও সাহিত্যে মুক্তিযুদ্ধের অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে উল্লেখযোগ্য উপন্যাস, নাটক, গান ও কবিতা। সব সাহিত্য কর্ম শিল্পোত্তীর্ণ না হলেও বেশ কিছু সাহিত্য কর্ম অনুপম শিল্পকর্মে পরিণত হয়েছে। গুণী লেখক মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর 'মলাটের ভেতর একটি ইতিহাস' উপন্যাসের প্রধান চরিত্র আবদাল মায়ের অজান্তেই মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করে এবং যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।br মুক্তিযুদ্ধের মর্মস্পর্শী জীবনচেতনার সফল রূপায়ণ আমরা এ উপন্যাসে প্রত্যক্ষ করি। হাহাকার ও প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি মর্মস্পর্শী বর্ণনা ফুটে উঠেছে এ উপন্যাসে। উপন্যাসের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ সম্পর্কে ধারণা পায়। খুঁজে পায় স্বাধীনতার মূল্যবোধ ও স্বদেশপ্রেম। 'মলাটের ভেতর একটি ইতিহাস' উপন্যাসটি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা দেবে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও অনেক কিছু জানার ব্যত্যয় তৈরি করবে।br অধ্যাপক ড. জাকারিয়া লিংকনbr প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত উপাচার্য, ইবাইস বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির আত্মপরিচয়ের ইতিহাস। এর সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নির্মম ও নৃশংসতার কাহিনি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। brবায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি স্বৈরশাসনবিরোধী প্রতিটি আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক জীবনের মতো শিল্পসাহিত্যের ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে একটা বড় জায়গা দখল করে নিয়েছে। মুক্তিযুদ্ধের গণজাগরণ ও বৈপ্লবিক চেতনাকে শানিত করার জন্য রচিত গান, কবিতা ও নাটক আমাদের সাহিত্যকে ভিন্ন মাত্রায় আলোকিত করেছে। brমুক্তিযুদ্ধকে নিয়ে গড়ে উঠেছে স্বতন্ত্র ধারার সাহিত্য, যাকে আমরা মুক্তিযুদ্ধের সাহিত্য বলে অবহিত করতে পারি। সাহিত্যের প্রতিটি অঙ্গনেই মুক্তিযুদ্ধের ব্যাপক প্রভাব ও প্রতিফলন দৃশ্যমান। বাঙালি জীবনের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ভূমিকা অপরিসীম। আমাদের জীবনে ও সাহিত্যে মুক্তিযুদ্ধের অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে উল্লেখযোগ্য উপন্যাস, নাটক, গান ও কবিতা। সব সাহিত্য কর্ম শিল্পোত্তীর্ণ না হলেও বেশ কিছু সাহিত্য কর্ম অনুপম শিল্পকর্মে পরিণত হয়েছে। গুণী লেখক মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর ‘মলাটের ভেতর একটি ইতিহাস' উপন্যাসের প্রধান চরিত্র আবদাল মায়ের অজান্তেই মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করে এবং যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।br মুক্তিযুদ্ধের মর্মস্পর্শী জীবনচেতনার সফল রূপায়ণ আমরা এ উপন্যাসে প্রত্যক্ষ করি। হাহাকার ও প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি মর্মস্পর্শী বর্ণনা ফুটে উঠেছে এ উপন্যাসে। উপন্যাসের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ সম্পর্কে ধারণা পায়। খুঁজে পায় স্বাধীনতার মূল্যবোধ ও স্বদেশপ্রেম। ‘মলাটের ভেতর একটি ইতিহাস' উপন্যাসটি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা দেবে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও অনেক কিছু জানার ব্যত্যয় তৈরি করবে।br অধ্যাপক ড. জাকারিয়া লিংকন প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত উপাচাৰ্য, ইবাইস বিশ্ববিদ্যালয়।
মোঃ মনিরুল ইসলাম রয়েল
তরুণ প্রজন্মের পাঠকপ্রিয় লেখক মোঃ মনিরুল ইসলাম (রয়েল) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে লেখক ইবাইস বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে এল,এল বি (অনার্স) সম্পন্ন করেন। লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা নিয়ে তিনি বেশ কয়েকটি বই লিখেছেন যা ইতোমধ্যে পাঠক মনে বেশ জায়গা করে নিয়েছে। তাঁর লেখা “বেসিক English, Tense দিয়ে ইংলিশের পোস্টমর্টেম, Royal এন্টিবায়েটিক, R@yal’s Digital Grammar, Royal’s Magic Method, An Exclusive English Grammar, সবার জন্য Fill In The Blank “ বইগুলি দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বেশ জনপ্রিয়তা ও পাঠকপ্রিয়তা পেয়েছে। ইংরেজির পাশাপাশি লিখেছেন কাব্যগ্রন্থ “প্রেমাঞ্জলি ও বেদনার ফুল”।