'আল্লাহ বলেন- nمَا یَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَیْهِ رَقِیْبٌ عَتِیْدٌ সে যে কথাই উচ্চারণ করে, (তা লিখে রাখার জন্য) তার নিকট একজন পর্যবেক্ষণকারী (ফেরেশতা) প্রস্তুত থাকে। [কাফ : ১৮] তিনি আরও বলেন- nاِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ নিশ্চয় তোমার রব পর্যবেক্ষণরত আছেন। [ফজর (৮৯): ১৪] জেনে রাখুন যে, প্রত্যেক ওই সত্তা, যে তার নিজ কৃতকর্মের জন্য দায়ী (মুকাল্লাফ), তাকে অবশ্যই সর্বপ্রকার কথাবার্তায় নিজ জবানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে যা বলায় ফায়দার পরিমাণ অধিক, তার কথা ভিন্ন। উকবা বিন আমের বলেন, “আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল! মানুষ কিভাবে মুক্তি পায়?’ তিনি উত্তর দিলেন أَمْسِكْ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلٰى خَطِيْئَتِكَ তোমার জিহ্বাকে সংযত করো, তোমার ঘরে অবস্থান করো এবং তোমার পাপের জন্য কাঁদো। হে মানবজাতি! আপনাদের জিহ্বাকে সংযত রাখুন এবং একে আপনাদের দংশন করার সুযোগ দেবেন না। কারণ এটা আসলে একটা সাপ। কত মানুষ এমন পড়ে আছে কবরজগতে, যারা তাদের জবানের হাতে নিহত হয়েছে! যে-ই (বিচারদিবসে) তার সাক্ষাৎকে ভয় করে সে আসলেই সাহসী। [আলউসুল ওয়াল ফুতুহাতুর রাব্বানিয়্যা]'