ছড়ায় ছড়ায় আলোকিত এখন বাংলা শিশুসাহিত্যভুবন। ‘ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে...’ এ-জাতীয় ছড়া কার না ভালো লাগে। ছড়া পড়তে ভালোবাসে ছোট-বড় সবাই। শিশুদের পাঠের হাতেখড়ি এই ছড়া দিয়ে। আধুনিক ছড়াসাহিত্যের পথিকৃৎ দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদার। তারপর কালের বিবর্তনের সঙ্গে ছড়াসাহিত্য সৃষ্টিশীলতার পথ বেয়ে অনেক দূর এগিয়েছে। স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশের ছড়ায় আমূল পরিবর্তন ঘটেছে। একসময় ছড়া ছিল শিশুদের ঘুমপাড়ানির উপকরণ, তা এখন ঘুমজাগানিয়া স্লোগানে পরিণত হয়েছে। দেশে ছড়াসাহিত্যকে সমৃদ্ধ ও জনপ্রিয় করতে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং রাখছেন তাঁদের মধ্য থেকে অন্যতম ছড়াশিল্পীদের বেছে নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকেরই আলাদা আলাদা সাতটি বই প্রকাশ করা হল ‘মজার পড়া ১০০ ছড়া’ শিরোনামে। এঁদের সবার ছড়া নির্বাচন করা হয়েছে মূলত ছোট্টমণিদের কথা মাথায় রেখে। শিশুমনে আনন্দ দেওয়া ও স্বপ্ন সৃষ্টি করাই আলম তালুকদারের ছড়ার বৈশিষ্ট্য। প্রচ্ছদ : সোহাগ পারভেজ অলঙ্করণ : ফারহানা আক্তার বইনকশা : সব্যসাচী হাজরা
আলম তালুকদার
আলম তালুকদার, জন্ম ১লা জানুয়ারি ১৯৫৬, টাঙ্গাইলে। শিশুসাহিত্যের প্রায় সব শাখায় তাঁর স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত বিচরণ। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা আশি ছাড়িয়েছে। শুধু শিশুসাহিত্য নয়, রম্যসাহিত্যেও তাঁর মুন্সিয়ানা লক্ষ করা যায়। চাঁদের কাছে জোনাকি ছড়ার বইয়ের জন্য ২০০০ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পালক অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পুরস্কার, কাদির নওয়াজ পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, পদক্ষেপ সাহিত্য পুরস্কার, সাহস পুরস্কার, স্বাধীনতা সংসদ পুরস্কার, পশ্চিমবঙ্গের চোখ সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৭১ সালে তিনি সম্মুখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ আমার অহংকার নামে একটি বইও তিনি রচনা করেছেন। আলম তালুকদার দেশের বিভিন্ন পাঠাগারের আজীবন সদস্য। বাংলা একাডেমীর জীবন সদস্য। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। তাঁর একটা মাত্র গিন্নি এবং একটা মাত্র নাতনি। তিনি তিন সন্তানের জনক। তাঁর প্রিয় ছড়ার লাইন- ‘শব্দ ছাড়া হয় না কিছু শব্দ হলো গুণ শব্দে জাগায় ভালোবাসা শব্দ করে খুন’