জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের বাংলা সম্মান শ্রেণীর পাঠোপযোগী করে লিখিত। বইয়ের ১৮টি অধ্যায়ে লোকসাহিত্য, গীতিকা, মৈমনসিংহ গীতিকা বিশেষত ‘মহুয়া’ ও ‘দেওয়ানা মদিনা’ পালা দুটির বিস্তৃত আলোচনা রয়েছে। ‘মহুয়া’ ও ‘দেওয়ানা মদিনা’-র মূল পালা টীকাসহ সংযোজিত হয়েছে এ পুস্তকে।