ফ্ল্যাপের কিছু কথাঃ এই উপন্যাসের কাহিনির কাল একাদশ শতাব্দী। স্থানের বৃত্ত বিশাল বরেন্দ্রভূমি। তারই দু্ই ধর্ম-সম্প্রদায়-পাল রাজা আর সাধারণ কৈবর্তরা মুখোমুখি। দ্বন্দ্ব -সংঘাতে পরস্পর সংক্ষুব্ধ। রাজ্যশাসনভার কার করতলগত হবে-শূদ্রদের, না বৌদ্ধদের? ঘটনার এই জটাজালে জড়িয়ে পড়ল কথিত ছোটজাতের কৈবর্তরা। ঘোরতর যুদ্ধে মুখোমুখি হলেন পালরাজা রামপাল আর কৈবর্তরাজ ভীম। রামপালের সহায় চৌদ্দ জন সামন্ত। আর ভীমের সহায় তার পালকপুত্র চণ্ডক। তার শরীরে বহমান বৌদ্ধ রক্ত। তার জন্মসূত্র রহস্যজালে ঘেরা। চণ্ডক গভীরভাবে মগ্ন বারবণিতা মোহনার রূপসৌন্দর্যে। তার অপার রূপ-যৌবন চণ্ডকের কাছে দুর্বার আকর্ষণের মতো। অথচ সেই মোহনার হাতেই অন্তিমে তার যে পরিণতি, পাঠককে নিঃসন্দেহে তা উদ্বেল ও উৎকণ্ঠ করবে। বস্তুত, মোহনা পাল রাজতন্ত্রের বিরুদ্ধে কৈবর্ত-গণতন্ত্রের সংঘাতের কাহিনিমাত্র নয়, এক গভীর মানবিক আখ্যানেরও আধার। দিব্যেক, ভীম, শার্বদেব, কঙ্কণদেব, রামপাল,মথনদেব ও চণ্ডককে ঘিরে এই উপন্যাসের কাহিনী আবর্তিত হলেও এর কেন্দ্রে মোহনীয় মোহনা।
হরিশংকর জলদাস
১৯৫৫'র ১২ অক্টোবর জন্ম, চট্টগ্রামের উত্তর পতেঙ্গার জেলেপল্লিতে। সাতচল্লিশ বছর বয়সে লিখতে বসা ঠেকায় পড়ে। লিখতে বসেছিলেন গবেষণাপত্র, লিখে ফেললেন ‘জলপুত্র’ উপন্যাসটি। জলপুত্র’ হরিশংকর জলদাসকে মর্যাদার আসনে বসিয়ে দিল। নতুনধারার নতুন রকম উপন্যাস পরের বছরে বের হলো 'দহনকাল’, ‘কসবি’, ‘রামগােলাম’, ‘হৃদয়নদী, ‘মােহনা’, ‘প্রতিদ্বন্দ্বী’, ‘আমি মৃণালিনী নই’, ‘এখন তুমি কেমন আছ', ‘একলব্য' উপন্যাসগুলাে। তার গল্পের বই-জলদাসীর গল্প’, ‘লুচ্চা’, ‘হরকিশােরবাবু “কোনাে এক চন্দ্রাবতী’, ‘মাকাললতা', 'বাছাই বারাে' ও ‘গল্পসমগ্র : ১' বাংলা একাডেমি থেকে বেরিয়েছে। তাঁর ডক্টরাল থিসিস ‘নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্তজনজীবন অন্যান্য গদ্যগ্রন্থ-কৈবর্ত কথা’, ‘নিজের সঙ্গে দেখা’, ‘জীবনানন্দ ও তাঁর কাল’, ‘লােকবাদক বিনয়বাশী’, ‘বাংলা সাহিত্যের নানা অনুষঙ্গ। হরিশংকর জলদাস কাহিনী লিখেন না শুধু, সমাজকেও লিখেন। কথাসাহিত্যে ব্যতিক্রমী হাওয়া নিয়ে উপস্থিত হয়েছেন তিনি। তার চরিত্ররা সমাজের প্রান্তজন- জেলে, বীরাঙ্গনা, মেথর, কোটনা, মুচি, খুনি সাহিত্যকর্মের জন্য পেয়েছেন ‘আলাওল সাহিত্য পুরস্কার' (জলপুত্র), ‘প্রথম আলাে বর্ষসেরা, বই পুরস্কার’ (দহনকাল), সিটি আনন্দ আলাে পুরস্কার’ ও ‘বাংলাদেশ মানবাধিকার সম্মাননা পদক' (রামগােলাম), ব্র্যাকব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার (প্রতিদ্বন্দ্বী)। কথাসাহিত্যে সার্বিক অবদানের জন্য পেয়েছেন অবসর সাহিত্য পুরস্কার’, ‘ড. রশিদ আল ফারুকী সাহিত্য পুরস্কার।
কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার। পেয়েছেন ২০১২ সালে।