মহীয়সী বেগম রােকেয়া মুসলিম নারী সমাজের ইতিহাসে এক অনন্য ও অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ছিলিনে বাঙালি মুসলিম নারীমুক্তি আন্দোলনের অগ্রদূতি। অসহায় ও নিপীড়িত বাঙালি মুসলিম নারী সমাজকে তিনি দেখিয়েছিলেন আলাের সন্ধ্যান ও মুক্তির পথ। বেগম রােকেয়াই সর্বপ্রথম নারী সমাজের স্বাধীনতার স্বপক্ষে শক্তিশালী মতবাদ প্রচার করেন। নারীমুক্তি অর্জনের জন্য নারী শিক্ষার ব্যাপক প্রসার, নারীর অর্থনেতিক মুক্তি ও নারীকে অবরােধবসিনী করে রাখার প্রথার মূলােচ্ছেদ এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে, কিংবা শতাব্দীর প্রারম্ভ হতে আমরণ তিনি আন্দোলন অব্যাহত রাখেন।
নারীর ব্যক্তিস্বত্ত্বা বিকাশের লক্ষ্যে বেগম রােকেয়া চেয়েছিলেন নারীমুক্তি ও নারী স্বাধীনতা। এ লক্ষ্যে একদিকে তিনি নির্ভিক, সৃজনশীল ও বৈষয়িক লেখনীর মাধ্যমে সমাজকে নারীর সামাজিক ও আইনগত মর্যাদা উন্নয়নের প্রয়ােজনীয়তা সম্পর্কে সচেতন করে তােলার নিরলস প্রচেষ্টা করেন। অন্যদিকে ‘সাখাওয়াত মেমােরিয়াল গার্লস স্কুল’এ শিক্ষাদানের মাধ্যমে বালিকাদের সমাজে সুপ্রতিষ্ঠিত হবার সুযােগের ব্যবস্থা করেন। | এছাড়া দেশ ও জাতী সম্পর্কে সচেতনতা বােধ জাগ্রত করার লক্ষ্যে বেগম রােকেয়া স্থাপন করেন ‘আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামক এক মুসলিম মহিলা সমিতি। | নারীর উপর পুরুষ সমাজের অন্যায় প্রভূত্ব, বেগম রােকেয়া মেনে নিতে পারেননি এবং এই সামাজিক কুপ্রথার আশুপরিবর্তনের উদ্দেশ্যে নারী জাতিকে তিনি জেগে উঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন :
জাগ জাগ জাগ গাে ভগিনী। ধর্মের নামে পুরুষ যে নারীর উপর প্রভূত্ব করছে এবং প্রভূত্ব যে নারীর সহ্য করা উচিত নয়, এ কথাই উচ্চারিত হয় বিদ্রোহী বেগম রােকেয়ার কণ্ঠে।
অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত নারী অধঃপতিত অবস্থার প্রতিবাদে বেগম রােকেয়া আজীবন তাঁর লেখনী পরিচালনা করেছেন।
আহমদ মতিউর রহমান
আহমদ মতিউর রহমান কবি-ছড়াকার-প্রাবন্ধিক হিসেবে পরিচিত। তবে ছােটগল্প ও ভ্রমণ কাহিনির ক্ষেত্রেও তার হাত অসামান্য। ভ্রমণ উপন্যাস নীলগিরি কক্সবাজার এর মধ্য দিয়ে তার নতুন প্রকাশ। তার লেখালেখির শুরু নারায়ণগঞ্জে স্কুল জীবন । থেকেই। জন্ম ১৯৫৯ সালের ৩১ জানুয়ারি মতলব, চাদপুরে। বেড়ে উঠেছেন মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্সসহ মাস্টার্স করেছেন। এরপর পেশা হিসেবে বেছে নিয়েছেন। সাংবাদিকতা। বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগে কাজ করেছেন দুই যুগ। এছাড়া মাসিক ফুলকুঁড়ি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। প্রকাশিত গ্রন্থ : সােনারং বিকেলে (গল্প), গল্পগুলাে ভূতের (গল্প), প্রজাপতির রঙিন পাখা (ছড়া), ধিচিং লালের ছড়া (ছড়া), লাল লাল নীল নীল (ছড়া), সাংকেতিক চিহ্নগুলাে (কবিতা), বিশ্বকাপ ফুটবল ১৯৯০ (খেলাধুলা)। জীবনীগ্রন্থ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদ্দীন, মহীয়সী বেগম রােকেয়া, শেরে বাংলা এ কে ফজলুল হক, হােসেন শহীদ সােহরাওয়ার্দী, জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্, বিজ্ঞানী সার আইজ্যাক নিউটন ও বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।