ইসলামের শুরু হতেই ইসলামের প্রচার ও প্রসারে মহিলারা নিরলস কাজ করে গেছেন বিভিন্নভাবে। ইসলামী সমাজ নির্মানে তাদের আছে ব্যাপক অবদান। আমরা তার কতটুকুই বা জানি । মুসলিমদেরকে জানতে হয় অতীত ইতিহাস । সেই ইতিহাসের একটা অংশ জানানোর চেষ্টা করেছেন ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ তার বইয়ে ‘মহিলা সাহাবীদের জীবন চিত্র’ । বইটিতে কয়েকজন মুসলিম মহিলা সাহাবীদের জীবনকথা তুলেধরেছেন। যেখানে আমরা জানতে পারব তাদের ইসলামের প্রতি দরদ ভালোবাসা । যা আমাদেরকে আরো বেশি ইসলামের প্রতি ধাবিত করবে।