পুরুষরা যেমন আল্লাহ তায়ালার বান্দা নারীরাও তেমন আল্লাহ তায়ালার বান্দী। কুরআন মাজীদের বহু জায়গায় হে মানুষ জাতি, হে ঈমানদাররা ইত্যাদি সম্বোধনের পাত্র নারী পুরুষ সবাই। শরীয়াতের দৃষ্টিকোণ থেকে নারী পুরুষের মাঝে হুকুমের তেমন কোনো পাথ্যক্য নেই দু’চারটি ক্ষেত্রে ছাড়া।