"মহাপ্রলয়" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
সাম্প্রতিক সময়ে সবকিছু অনেক বেশি বিভ্রান্তিকর হয়ে পড়েছে এবং বইয়ের দোকানের বইগুলােতে এবং ওয়েবসাইটগুলােতে শেষ সময়ের আলামত সম্বলিত কুরআনের আয়াত ও হাদীসের আলােকে আসন্ন। ঘটনাবলি নিয়ে বিস্তর আন্দাজ-অনুমাননির্ভর গবেষণা কর্মের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। ইসলাম ও মুসলমানদের উপর যতবারই দুর্যোগ নেমে এসেছে মুসলমানরা ততবারই তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। কখনও কখনও মাহদীর আগমনের খবর শােনা যাচ্ছে, কখনও কখনও ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে আসন্ন চূড়ান্ত মহাযুদ্ধের খবর শােনা যাচ্ছে। আবার পূর্ব ও পশ্চিমে বা অন্যত্র ভূমিধ্বসের কথাও শােনা যাচ্ছে। একবার আমি আফ্রিকার একটি দেশ ভ্রমণ করি এবং সেখানে এক ব্যক্তির সাথে দেখা হয় যে নিজেকে ঈসা ইবনে মারইয়াম আ. (বা মসীহ) (যে নাকি দুনিয়াতে ফিরে এসেছে) বলে দাবী করছিল!