ফ্ল্যাপের কিছু কথাঃ অজানাকে জানার অদম্য ইচ্ছা মানুষের। নানা বৈচিত্রময় রহস্যভেদ করে মানুষ জানতে চায় মহাকাশ ও পৃথিবী সৃষ্টির রহস্য। কিন্তু এ রহস্যের কোন সীমাপরিসীমা নেই। এতবড় বিশাল জগতের রহস্য নিয়ে ভাবতে গিয়ে যেন নতুন নতুন রহস্যের সমুদ্রেই বিচরণ করতে হয়। হাজার হাজার বছর ধরে বিজ্ঞানি ও পণ্ডিতেরা মহাকাশ ও পৃথিবী সৃষ্টির নানা রহস্য নিয়ে গবেষণা করে চলেছেন চলবে অনন্তকাল ধরে। তবুও এর রহষ্যের কোন কুলকিনারা পাওয়া যাবে কিনা বলা মুশকিল। আমরা বিজ্ঞানিদের অক্লান্ত সাধনা ও গবেষণা থেকে মহাকাশ সম্পর্কে যতটুকু জানতে পাই তা নিতান্তই সামান্য। বলা যেতে পারে বিশাল সমুদ্রের এক বিন্দু পানি। হয়তো রহস্যময়তার জন্যই মহাকাশ আর পৃথিবী নিয়ে ভাবতে আমাদের এত ভালো লাগে। আর এ কারণেই এ বিষয় নিয়ে বিভিন্ন বিজ্ঞানি ও পণ্ডিতেরা বহুকাল আগে গবেষণা করে যেসব তথ্য ও রহস্য উদ্ধার করেছেন তারই আলোকে রচিত হলো ‘মহাকাশ বিজ্ঞান ও আমাদের পৃথিবী’ বইটি।
সূচিপত্র * মহাকাশের কথা * পৃথিবীর কথা * গাছপালার কথা * সাধারণ বিজ্ঞানের কথা * জীবজন্তুর কথা * মানুষের কথা